আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে ভারতীয় দলের খেলা, দাবি ইগর স্টিম্যাচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে ভারত। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপে তৃতীয় হয়েছে ভারত। এই পরিস্থিতিতে দলের পারফর্মেন্সে অত্যন্ত খুশি কোচ ইগর স্টিম্যাচ। তিনি মনে করছেন, আগে ভারত যে ডিফেন্সিং ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলত, তার থেকে অনেকটাই ভালো ফুটবল খেলছে।
https://meet.google.com/kct-wbkh-hdv
এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, "আমাকে আনা হয়েছিল ডিফেন্সিভ ও কাউন্টার অ্যাটাকিং ফুটবলের বদলে আধুনিক সংস্করণের ফুটবলে পরিবর্তন করার জন্য যা পাসিং এবং খেলার নিয়ন্ত্রণভিত্তিক ধারার মধ্যে পড়ে। আমরা আমাদের বল পজেশন ও পাসিংয়ের উন্নতি করেছি। আমি খুশি যে খেলোয়াড়েরা মাঠে নেমে নিজেদের সর্বস্ব দিয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এটির জন্য আমাদের ধৈর্য ও পরিশ্রম করতে হবে। দুই বছর আগে যোগ দিয়ে আমি বলেছিলাম, আমাদের অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে এই পরিবর্তন আনার জন্য, আর আজও আমি সেই পথেই আছি।"
এদিকে একাধিক নয়া মিডফিল্ডারের আগমণ ঘটিয়েছেন স্টিম্যাচ, কিন্তু তিনি মনে করেন, ব্র্যান্ডন ফার্নান্ডেজের খেলা অত্যন্ত ভালো। তিনি বলেছেন, "আমাদের অনেক নতুন মিডফিল্ডার এসেছে যেমন সাহাল, লিস্টন, ছাংতে - অনিরুদ্ধ থাপা ছিল যখন আমি দায়িত্ব নিই। সময় লাগে দলে মানিয়ে নিতে, এবং প্রত্যেকের নিজেদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু যদি ব্র্যান্ডনকে দেখি, ও খুব ভালো কাজ করেছে। ও টেকনিকালি খুব শিক্ষিত ও পাসিং খুব ভালো। সেটপিসেও অনেক ভালো।"
ভারতীয় দলের তিন স্তম্ভ সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গানের প্রশংসা করেছেন স্টিম্যাচ। এই তিন মহারথীকে নিয়ে কোচ বলেছেন, "আমি গর্বিত যে দুই বছর আগে থেকে অনেক উন্নতি করেছে বেশ কিছু খেলোয়াড়। দুই বছর আগে থেকে অনেকটা ভালো হয়েছে সুনীল, এমনকি গুরপ্রীতও। দুই বছর আগের থেকে সন্দেশ দ্বিগুণ ভালো হয়েছে। ও এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার। আর কিছু বিষয়ে কাজ করলে, ও সেরা হয়ে উঠবে।"