ভারতীয় দলের তারুণ্যে অভিভূত কোচ ইগর স্টিম্যাচ, দুবাইয়ে জোর প্রস্তুতি টিম ইন্ডিয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দুবাইতে প্রস্তুতি পুরোদমে চলছে ভারতীয় দলের। ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে যে ভারতীয় স্কোয়াড হাজির রয়েছে, তাতে রয়েছে তারুণ্যের জোশ। এই স্কোয়াডের গড় বয়স ২৪ এর কাছাকাছি। এর মধ্যে ১২ জনের বয়স ২৫ এর নীচে।
এই পরিস্থিতিতে দলের এই তারুণ্যে অতি উৎসাহী কোচ ইগর স্টিম্যাচ। এই নিয়ে তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “দারুণ লাগছে ১৯, ২০, ২১, ২৩ বছর বয়সী খেলোয়াড়রা জাতীয় দলে সুযোগ পাচ্ছে। আমরা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের দলটিকে নিয়ে তৈরি করছি, আর তাদের জ্ঞান বাড়াচ্ছি। আমরা চেষ্টা করছি যাতে আগামী চার বছরে ওরা নিজেদের সেরাটা দিতে পারে, আর এদের বিরুদ্ধে জেতা যায়। ফুটবলে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, আর এতে সময় লাগে।“
এরপর স্টিম্যাচ বলেছেন, “আমাদের ছয় থেকে সাতজন তরুণ খেলোয়াড় রয়েছে যারা লড়তে পারে, তাড়া করতে পারে এবং ভয় ছাড়াই বল পাস করতে পারে, আমাদের ১১ জন ছেলে যারা শিবিরে রয়েছে তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্র্যাম থেকে উঠে এসেছে। আমি খুবই খুশি যে এই প্রকল্পগুলি এত সফল হচ্ছে, আর আমরা ভারতীয় ফুটবলে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আনতে পারছি।“
আইএসএলে নিজেদের প্রমাণের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের সুযোগ রয়েছে এই তরুণ ফুটবলারদের। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, “এই তরুণ খেলোয়াড়রা এই মরশুমের আইএসএলে প্রমান করেছেন। এবার তাদের পালা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রমাণ করা। আমি তাদের সেই সুযোগ দেব। আমরা এখন যা করছি তা হল তাদের স্বস্তিতে রাখছি, আর বোঝাচ্ছি যে আন্তর্জাতিক স্তরে ভয়ের কোনও কারণ নেই। ওরা নিজেদের মতই থাকবে আর সারা বিশ্বের কাছে প্রমাণ করবে যে তারা সেরাদের বিরুদ্ধে খেলতে পারবে।“