ভানায়ুতুকে হারাতে এই বড় সুবিধা পাবে ভারত, মানছেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচে ভানায়ুতুর বিরুদ্ধে খেলবে ভারত। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে হারানোর পর এবার ভানায়ুতুকে হারিয়ে ফাইনালে উঠতে চাইবে ভারত।
আর এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতের কোচ ইগর স্টিম্যাচ। তিনি মনে করছেন, ভুবনেশ্বরের গরম পরিবেশ ভারতকে বাড়তি সুবিধা দেবে।
আরও পড়ুন -
এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, "আবহাওয়া নিঃসন্দেহে বড় প্রভাব ফেলে মাঠে, তবে আমরা সত্যি বলব যে আমরা বড় সুবিধা পেয়েছি কারণ আমরা এখানে গত কয়েক সপ্তাহ ধরে অনুশীলন করেছি।"
"ভানায়ুতু-লেবানন ম্যাচে যা দেখেছি, প্রথমার্ধে বেশ কিছু খেলোয়াড় চোট পেয়েছিল। তাই এটি পরিস্কার যে এরকম পরিস্থিতিতে ওদের সামলে নেওয়াটা কঠিন।"
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ১৬৪তম স্থানে থাকা ভানায়ুতুকে নিয়ে স্টিম্যাচ বলেছেন, "লেবাননের বিরুদ্ধে ওদের ম্যাচ দেখে ওদের নিয়ে সবটা জেনেছি। বোঝা গিয়েছে ওরা শারীরিকভাবে সক্ষম একটি দল। ওদের নিজেদের শক্তি ও দূর্বলতা রয়েছে, তাই আমাদের এই ম্যাচের জন্য তৈরি হতে হবে।"