কঠিন গ্রুপে থাকলেও এশিয়ান কাপের নক আউট খেলতে পারে ভারত!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ এএফসি এশিয়ান কাপের 'বি' গ্রপে স্থান হয় ভারতের। যে গ্রুপে রয়েছে শক্তিশালী সিরিয়া, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান। তিনটি দেশই ফুটবল পরিকাঠামোর দিক দিয়ে ভারতের থেকে এগিয়ে। সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। যারা গত বছর ফুটবল বিশ্বকাপ খেলে যায় কাতারে। বিশ্বজয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে অস্ট্রেলিয়া দল। এছাড়াও উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং ৭৪ এবং সিরিয়ার র্যাঙ্কিং ৯০।
১০১ নম্বর স্থানে থাকা ভারতীয় দলের জন্য তিনটি দেশই বেশ কঠিন প্রতিপক্ষ হতে চলেছে তা বলাই যায়। তবে রাউন্ড অফ ১৬ তে ওঠা ভারতের জন্য কঠিন হলেও অসম্ভব নয়।
প্রসঙ্গত ৬টি গ্রুপে মোট ২৪টি দেশ অংশগ্রহণ করতে চলেছে ২০২৩ এশিয়ান কাপে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুটি দল উঠবে রাউন্ড অফ ১৬য়। এছাড়াও ৬টি গ্রুপের মধ্যে শ্রেষ্ঠ ৪টি তৃতীয় স্থানীয় দল উঠবে নক আউটে।
সেক্ষেত্রে ভারত যদি গ্রুপ 'বি'-এর প্রথম অথবা দ্বিতীয় স্থানে শেষ নাও করতে পারে, তবুও ভারতের কাছে সুযোগ থাকবে নক আউট রাউন্ড খেলার। সেক্ষেত্রে ভারত যদি তৃতীয় স্থানে শেষ করে তাহলে ভারতের কাছে সুযোগ থাকবে নক আউট রাউন্ড খেলার।