সেই সুনীল ছেত্রীতেই এল জয়! ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত

ভারত - ১ (সুনীল ছেত্রী)
ভানায়ুতু - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সুনীল ছেত্রী ছিলেন, আছেন আর থাকবেন! ফিফা র্যাঙ্কিংয়ে ১৬৪তম স্থানে থাকা ভানায়ুতুর বিরুদ্ধে সুনীলের গোলেই জয় পেল ভারত।
মঙ্গোলিয়া ম্যাচের একাদশ থেকে ভানায়ুতুর বিরুদ্ধে একাধিক পরিবর্তন নামান ইগর স্টিম্যাচ। নন্ধাকুমার ও নাওরেম মহেশের জুটিতে আক্রমণের ঝড় উঠলেও গোল আর আসছিল না। লিস্টন কোলাসো সহ ভারতের ফরোয়ার্ডরা একাধিক সুযোগ হাতছাড়া করছিলেন।
কিন্তু ৮৫ মিনিটে শুভাশিস বসুর ভাসানো বল রিসিভ করে জোরালো শটে গোল করেন সুনীল ছেত্রী। গোলের পর সেলিব্রেশনের মাধ্যমে নিজের পরিবারে নতুন সদস্যের আগমণের কথাও ঘোষণা করে দিলেন সুনীল। পাশাপাশি গোটা ম্যাচে দুরন্ত খেলেন মহেশ। নিশ্চিতভাবে মহেশের এই পারফর্মেন্স খুশি করবে স্টিম্যাচকে।
আরও পড়ুন - বাঙ্কারহিলের কর্তা টয়ামের হাত ধরে অন্যরূপে থাকছেন মহামেডানের সাথে
আর এই জয়ের জেরে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে উঠল ভারত। কিন্তু গোল না করার এই রোগটি শুধরাতে হবে ইগর স্টিম্যাচের ছেলেদের। শেষ ম্যাচে টুর্নামেন্টের কঠিন প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে এমন ভুল করলে ভুগতে হতে পারে ভারতকে।