এভাবেই ফিরে আসা যায়! ফাইনালে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ভারত - ৩ (সুনীল ছেত্রী, সুরেশ সিং ওয়াংঝাম, সাহাল আব্দুল সামাদ)
নেপাল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার মত দূর্বল প্রতিপক্ষের কাছে আটকে যাওয়া, প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিল ব্লু টাইগার্সরা। কিন্তু গুরুত্বপূর্ণ সময়েই চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়ায়। সাফ কাপের ফাইনালে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়ন হল ভারত।
প্রথমার্ধে কিছুটা অগোছালো খেলা হয়, দুই দলই একে অপরকে দেখে নিচ্ছিল। তবে আক্রমণে সেভাবে চমক আনতে পারছিল না দুই দেশ।
কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত চমক ভারতের। দুই মিনিটে দুটি গোল করে ম্যাচ হাতের মুঠোয় করে নেয় তারা। ৪৯ মিনিটে প্রীতম কোটালের ক্রসে হেড করে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। এরপরের মিনিটে ইয়াসির মহম্মদের কাটব্যাকে ফার পোস্টে দুরন্ত শটে গোল করেন সুরেশ সিং ওয়াংঝাম।
এরপর পুরো সময়টাই খেলে গিয়েছে ভারত। ৮২ মিনিটের পর থেকে নেপাল কিছুটা চেষ্টা করলেও কোনও কাজে আসেনি। শেষে অতিরিক্ত মিনিটে দুই ডিফেন্ডার ও গোলকিপারকে টপকে দুর্দান্ত গোল করেন সাহাল আব্দুল সামাদ।
আর এর জেরে রেকর্ড অষ্টমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। আর গোল করে সক্রিয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় একক ভাবে তিন নম্বরে এলেন সুনীল।