মহেশ-সুনীল যুগলবন্দীতে নেপাল বধ ভারতের

নেপাল - ০
ভারত - ২ (সুনীল ছেত্রী, নাওরেম মহেশ সিং)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও জয় ভারতের। ডাগআউটে ইগর স্টিম্যাচ নেই, তবুও নেপালের বিরুদ্ধে জয় হাসিল করল ভারত। আর এই জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করল সুনীল ছেত্রী ও নাওরেম মহেশ সিংয়ের কম্বিনেশন। আর এই জয়ের জেরে সেমি ফাইনালে উঠল ভারত।
আরও পড়ুন - ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে এই দেশে
৬১ মিনিটে সাহাল আব্দুল সামাদের দুর্দান্ত ফার্স্ট টাচ পাসে বল নিয়ে এগোন নাওরেম, সেখান থেকে সুন্দর বল বাড়ান বক্সে, যা থেকে গোল করতে কোনও ভুল করেননি অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ৯১ গোল করা সুনীলই পরিত্রাতা ভারতের।
এরপর ৭০ মিনিটে কাউন্টার অ্যাটাকে সাহাল বল বাড়ান সুনীলকে, যিনি শট মারেন কিন্তু সেটি ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারে ধাক্কা খায়। তবে সেই বলটিকে আলতো হেড করে জালে ঢুকিয়ে দেন নাওরেম। এর ফলে জাতীয় দলের জার্সিতে প্রথম গোলটি করে ফেললেন ইস্টবেঙ্গলের এই উইঙ্গার।
ম্যাচের অধিকাংশ সময় জুড়ে ভারতের দাপটই ছিল। তবে পাকিস্তানের মত পুরো ম্যাচ একাধিপত্য দেখাতে পারেননি মহেশ গাউলির ছেলেরা। কিছু কিছু সময়ে নেপাল আক্রমণ করেছে। ১৭ মিনিটে লাকেন লিম্বুর কর্নার থেকে ভলিতে শট মারেন অলিক বিস্তা, তবে সেটি দারুণভাবে বাঁচান গুরপ্রীত সিং সান্ধু।
তবে একাধিক সুযোগ হেলায় হারায় ভারত। উদান্তা সিং, সাহালরা গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন, নইলে গোলের জন্য দ্বিতীয়ার্ধ অবধি অপেক্ষা করতে হত না ভারতকে। এটি নিশ্চয়ই ভাবিয়েছে ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখা হেড কোচ ইগর স্টিম্যাচকে।