দর্শনীয় ফুটবল খেলল স্টিম্যাচের ভারত, মহমেডানকে হারিয়ে জোরদার প্রস্তুতি ইশানদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতায় জাতীয় দলের প্রস্তুতি শিবিরের পাশাপাশি ম্যাচ অনুশীলনও চেয়েছিলেন কোচ ইগর স্টিম্যাচ। আর সেই কারণে বৃ্হস্পতিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামে ভারতীয় দল। এবং খেলাতে বেশ ছন্দ দেখা গিয়েছে ভারতীয় দলের মধ্যে।
দুই বিদেশী নিকোলা স্টোজানোভিচ ও শাহেরকে নিয়ে গড়া মহমেডান দল বেশ লড়াই চালিয়ে গিয়েছিল। প্রথমার্ধের খেলা মূলত মাঝমাঠেই চলেছিল। তবে দ্বিতীয়ার্ধে খেলা ধরে নেয় ভারত। ৫৭ মিনিটে লাল কার্ড দেখেন মহমেডানের সাইড ব্যাক মনোজ মহম্মদ। আর তারপরেই ওপেনিং পায় ভারত।
৬২ মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেজের পাসে দুরন্ত গোল করেন ফারুখ চৌধুরী। আর তারপর ৮৩ মিনিটে ব্র্যান্ডনের কর্নার থেকে হেড করেন চিঙ্গলসানা সিং, যা পেয়ে গোল করেন ইশান পন্ডিতা। আর এর জেরে সহজ জয় লাভ করে টিম ইন্ডিয়া।