সুনীলের জোড়া গোলে কিস্তিমাত মালদ্বীপ, সাফ কাপের ফাইনালে ভারত

ভারত - ৩ (মনবীর সিং, সুনীল ছেত্রী - ২)
মালদ্বীপ - ১ (আলি আসফাক)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর দুই ম্যাচে আটকে যাওয়ার পর অসাধারণ কামব্যাক ভারতের। নেপালের পর এবার আয়োজক দেশ মালদ্বীপকে দাপটের সাথে হারিয়ে সাফ কাপের ফাইনালে উঠল ভারত।
৩৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত গোল করেন মনবীর সিং। তবে ৪৪ মিনিটে বক্সে জঘন্য ফাউল করেন প্রীতম কোটাল, আর পেনাল্টি থেকে গোল শোধ করেন আলি আসফাক।
তবে এরপর চলে সুনীল ম্যাজিক। ৬২ মিনিটে আপুইয়ার ক্রসে দুর্দান্ত ভলিতে গোল করেন সুনীল ছেত্রী। আর তার ৯ মিনিট পরে ফ্রিকিক থেকে দারুণ হেডারে গোল করেন সুনীল। তবে অতিরিক্ত সময়ে দুটি হলুদ কার্ড দেখে বেরিয়ে যান শুভাশিস বোস।
তবে শেষ অবধি ফাইনালে ওঠে ভারত। এবং ফাইনালে নেপালের মুখোমুখি হবে তারা।