কিরগিজস্থানের বিরুদ্ধে পেনাল্টিতে জয় পেলেও এশিয়ান কাপের মূলপর্বে উঠল ভারত? জেনে নিন…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার এএফসি অনুর্ধ্ব ২৩ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে কিরগিজস্থানকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ভারতীয় দল। গোলশূন্য অবস্থায় খেলা শেষ হলে পেনাল্টি শুটআউট নির্ধারিত হয় দ্বিতীয় স্থানের জন্য।
আর সেই শুটআউটে ভারতের গোলকিপার ধীরাজ সিংয়ের দুই অসাধারণ পেনাল্টি সেভে ম্যাচে এগিয়ে থাকে ভারত। শেষে রহিম আলির পেনাল্টিতে জিতে যায় ভারত। আর এর জেরে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ইতে সংযুক্ত আরব আমিরশাহির নীচে দ্বিতীয় স্থানে শেষ করল ভারত, যারা শনিবার ওমানকে ২-০ এ হারিয়েছে।
কিন্তু দ্বিতীয় স্থানে শেষ করলেও কি মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারবে ভারত? ১০টি গ্রুপের মধ্যে সেরা চার দ্বিতীয় স্থানাধিকারী দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। কিন্তু এএফসির জটিল নিয়মের জেরে সেই সম্ভাবনা কম ভারতের।
মূলত, একাধিক গ্রুপেই এমন পরিস্থিতি, যেখানে তিন কিংবা দুটি দল খেলছে। গ্রুপ জি-তেই দুটি দল খেলছে (অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া)। ফলে সমস্ত কিছুকে সমতায় আনতে, সেরা চতুর্থ স্থানাধিকারীদের বাছতে, প্রতিটি গ্রুপের চতুর্থ স্থানাধিকারী দলের বিরুদ্ধে ফলাফলকে সরিয়ে দিয়েছে এএফসি। আর এর ফলে গ্রুপ পর্বে যে একমাত্র জয় পেয়েছিল ভারত, সেটি মুছে যাবে। কারণ ওমান শেষ করেছে চতুর্থ স্থানে। এছাড়া গ্রুপ ডিতে উজবেকিস্তান রয়েছে, যারা আয়োজক দেশ, ফলে উজবেকিস্তান সরাসরি যোগ্যতা অর্জন করায় তাদের বিরুদ্ধে ম্যাচগুলির ফলাফল ধরা হবে না।
আর এর ফলে মাত্র এক পয়েন্ট নিয়েই থাকছে ভারত। বর্তমান লিগ টেবিল অনুযায়ী ১০ দ্বিতীয় স্থানাধিকারী দলের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলির মাধ্যমে প্রকৃত ফলাফল জানা যাবে। তবে ভারতের সম্ভাবনা বেশ কম, তা বলাই যায়।