বৃষ্টি ও ভরা যুবভারতীকে স্বাক্ষী রেখে হংকং বধ ভারতের

ভারত - ৪ (আনোয়ার আলি, সুনীল ছেত্রী, মনবীর সিং, ইশান পন্ডিতা)
হংকং - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যাচটা ছিল নিয়মরক্ষার, দুই দেশই কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাত এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেছে। তবে লড়াইটা সম্মানের, গ্রুপের দুই অপরাজেয় দলের মধ্যে সেরা হওয়ার লড়াই। আর সেখানে হংকংকে পরাস্ত করল ভারত।
খেলাটি আক্রমণাত্মক হবে, এমনটাই আন্দাজ করা হয়েছিল। কিন্তু প্রথম মিনিটেই গোল করে চমকে দেয় ভারত। শর্ট কর্নার থেকে রোশন সিং বক্সে বল বাড়ান, যা থেকে আশিক কুরুনিয়ন শট মারেন, কিন্তু তা আটকে দেয় হংকং ডিফেন্স, কিন্তু ফিরতি বলে গোলার মত শট করে গোল করেন আনোয়ার আলি।
এরপর হংকং আক্রমণের কিছুটা চেষ্টা কর, কিন্তু ভারতীয় ডিফেন্সে আটকে যায় তারা। তবে ভারত আক্রমণ চালিয়ে যায়। ৪৫ মিনিটে জিকসন সিংয়ের সুন্দর ফ্রিকিক থেকে বল পেয়ে জালে জড়ান সুনীল ছেত্রী।
এরপর দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণ আরও জোরদার হয়। একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে ভারত। পরিবর্ত হিসেবে নেমে ভারতের আক্রমণ আরও শক্তিশালী করে দেন লিস্টন কোলাসো ও মনবীর সিং। ৮৫ মিনিটে ব্র্যান্ডন ফার্নান্ডেজের ক্রসে গোল করেন মনবীর। আর ইঞ্জুরি টাইমে গোল করেন সুপার সাব ইশান পন্ডিতা।