বাংলাদেশের হম্বিতম্বিকে স্তব্ধ করিয়ে দিল সুনীল-ব্র্যান্ডনের ম্যাজিক

ভারত - ২ (সুনীল ছেত্রী - ২)
বাংলাদেশ - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারত ও বাংলাদেশ - এই দুই দেশের ফুটবল প্রেম নিয়ে কোনও প্রশ্নের অবকাশ আসে না। আর এদিন বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের এই মরণবাঁচন ম্যাচে যে আক্রমণাত্মক ফুটবল দেখা যাবে দুই দল থেকে, তা বোঝাই যাচ্ছিল। আর ঠিক তাইই হয়েছে। শেষ অবধি সুনীল ছেত্রীর দুর্দান্ত হেডারে গোল করে জিতল ভারত।
শুরু থেকে দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করেছিল ভারত। একের পর এক সুযোগ তৈরি করে চলেছিলেন মনবীর-সুরেশরা। তবে বাংলাদেশ দুর্দান্ত পাসিং ফুটবল খেলে আক্রমণে উঠছিল। যদিও প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়, কিন্তু চিঙ্গলসানা সিংয়ের একটি হেডার গোললাইন সেভ করে বাংলাদেশ।
এরপর দ্বিতীয়ার্ধে গোটা ম্যাচ জুড়েই ভারতের দাপট। বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন ভারতের ফরোয়ার্ডরা। শেষ অবধি ৭৯ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। পরিবর্ত হিসেবে নামা আশিক কুরুনিয়নের দুর্দান্ত ক্রসে হেডারে বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমানকে পরাস্ত করেন সুনীল ছেত্রী। এরপর ম্যাচের অতিরিক্ত সকয়ে আরও একটি দর্শনীয় গোল করেন ভারতীয় অধিনায়ক।
আর এই দুর্দান্ত জয়ের জেরে ২০২৩ এশিয়ান কাপের দিকে অনেকটাই এগিয়ে গেল ভারত। শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অঘটন না ঘটলে এশিয়ান কাপ খেলা নিশ্চিত হবে ভারতের।