ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মোকাবিলার জন্য অভিনব ২৭ সদস্যের দল ঘোষণা ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল শেষ, এবার জাতীয় দলের দায়িত্ব পালনের পালা। আগামীকাল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় ফুটবল দল, সেখানে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। তার আগে আজ সেই সফরের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা
গোলকিপার - গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, শুভাশিস রায় চৌধুরী, ধীরাজ সিং।
ডিফেন্ডার - আশুতোষ মেহতা, আকাশ মিশ্রা, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, চিঙ্গলসানা সিং, আদিল খান, মন্দার রাও দেশাই, মাশুর শরিফ।
মিডফিল্ডার - রাউলিন বোর্জেস, লালেংমাউইয়া, জিকসন সিং, রেনিয়ার ফার্নান্ডেস, অনিরুদ্ধ থাপা, বিপিন সিং, ইয়াসির মহম্মদ, সুরেশ সিং, হোলিচরণ নার্জারি, লালিয়ানজুয়ালা ছাংতে, আশিক কুরুনিয়ান।
ফরোয়ার্ড - মনবীর সিং, ঈশান পন্ডিতা, হিতেশ শর্মা, লিস্টন কোলাসো।
অবাক করার মত বিষয়, এই তালিকায় নাম নেই ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর। করোনায় আক্রান্ত হওয়ার জেরে শেষ মুহুর্তে নাম বাদ গিয়েছে সুনীলের। এছাড়া পূর্বে ঘোষিত ৩৫ সদস্যের দল থেকে বাদ পড়েছে বেশ কিছু নাম। এক তরুণ ভারতীয় স্কোয়াডের কাঁধে রয়েছে ১৩০ কোটির দেশকে সম্মানিত করার বড় দায়িত্ব।