বাংলাদেশের বিরুদ্ধে জেতার মানসিকতা নিয়ে নামার প্রতিজ্ঞা করলেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে একটিও জয় হাসিল করতে পারেনি ভারত। শুধু তাই নয়, ইগর স্টিম্যাচের অধীনে ভারত গত ১১ ম্যাচ জয়হীন। এই পরিস্থিতিতে সোমবার বাংলাদেশের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে জিততে মরিয়া থাকতে হবে ভারতকে, যাতে ২০২৩ সালের এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য সুযোগ বজায় রাখে।
এবার ১১ ম্যাচ জয়হীন থাকার লজ্জাকে কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করলেন কোচ ইগর স্টিম্যাচ। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে স্টিম্যাচ বলেছেন, "বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি আমাদের সমর্থক ও দলের জন্য একটি বড় ম্যাচ। প্রতিপক্ষকে হেলাফেলা না করে আমরা জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য শুরু থেকে একই ছিল - ২০২৩ এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করা।"
এদিকে বাংলাদেশের ডিফেন্সের প্রশংসা করে ইগর স্টিম্যাচ বলেছেন, "ফুটবল বিশ্বে, আমি বলতেই পারি যে ওরা খুবই কঠিন দল যারা প্রতিপক্ষকে ঝামেলা দিয়েই চলে নিজেদের ডিফেন্সিভ কাজ, ব্লকিংয়ের মাধ্যমে। কার্যত একইরকম যেভাবে আমরা কাতারের বিরুদ্ধে করেছিলাম। ফুটবলে অনেক সময়, আপনাকে সমস্ত কিছু করতে হয় প্রতিপক্ষ দলকে বিরক্ত করার জন্য, তাদের ঝামেলায় ফেলার জন্য, ওদের পাসিং নষ্ট করার জন্য। বাংলাদেশ এই গ্রুপে নিজেদের পয়েন্ট পাওয়ার জন্য লড়ছে, এবং যা করছে, একটি দল হিসেবে করছে।"
এদিকে কাতার ও ওমান ম্যাচের থেকে ভিন্ন মানসিকতা নিয়ে নামার অঙ্গীকার দিলেন স্টিম্যাচ। তিনি বলেছেন, "আমরা কাতার এবং ওমান ম্যাচের থেকে ভিন্ন খেলা দেখাব। এটি আমাদের উপর নির্ভর করছে কিভাবে আমরা ম্যাচে আসব, সে বল পজেশন হোক, কিংবা গতি বা লক্ষ্য বা পাসিং নিয়ে হোক না কেন।"