মোরিনহো-গুয়ারদিওলাও আমার জায়গায় বিশেষ কিছু করতে পারতেন না, অদ্ভুত যুক্তি ইগর স্টিম্যাচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে ভারত। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলের খেলায় অসন্তুষ্ট সমর্থকরা। বিশেষজ্ঞদের দাবি, দলগঠনে ধারাবাহিকতা দেখাচ্ছেন না কোচ ইগর স্টিম্যাচ। খেলার ধারাতেও তেমন উন্নতি আসেনি দলের। এই পরিস্থিতিতে অধিকাংশ সমর্থক চাইছেন, কোচ হিসেবে আর না থাকুন স্টিম্যাচ।
কিন্তু এক্ষেত্রে পরিস্থিতিকে দায়ী করছেন ক্রোয়েশিয়ান এই কোচ। তিনি জানিয়েছেন, যে পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন, তাতে তিনি তো দূর, বিশ্ব ফুটবলের দুই সেরা কোচ পেপ গুয়ারদিওলা কিংবা জোসে মোরিনহোও কিছু করতে পারতেন না। আসলে করোনার জেরে প্রস্তুতির অভাবে ভুগেছে ভারতীয় দল, আর ঘরোয়া ফুটবলে অল্প সময়ের লিগেও অসন্তোষ প্রকাশ করেছেন স্টিম্যাচ।
আগামী দিনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে বৈঠকে বসবেন স্টিম্যাচ। সেখানে আলোচনা হবে যে সেপ্টেম্বরের পরে তিনি থাকবেন কি না। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, "আমায় হয়ত বরখাস্ত করা হতে পারে কিন্তু গুয়ারদিওলা বা মরিনহো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু করতে পারতেন না।"