"সুনীল ছেত্রী অবসর নিলে আমরা কি করব!", অসহায়তার সুরে জবাব দিলেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়স তো কেবল একটি সংখ্যা মাত্র। আজও ভারতীয় ফুটবলের সেরা খেলোয়াড় হিসেবে থেকে গিয়েছেন সুনীল ছেত্রী। ৩৬ বছরের এই তারকা ফরোয়ার্ড দুটি গোল করে এবারের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ভারতকে প্রথম জয় এনে দেন, আর বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করে ভারত।
কিন্তু এই জয়ের আনন্দের মাঝেও চিন্তা থেকে যায় একটাই, আর কতদিন এভাবে একক দক্ষতায় দেশকে বাঁচিয়ে যাবেন সুনীল ছেত্রী? ক্রমশ অবসরের সময় চলে আসছে। এবং এই আশঙ্কার কথা সামনে আনলেন খোদ ইগর স্টিম্যাচ।
ম্যাচের পর সুনীল ছেত্রীর প্রশংসা করতে গিয়ে ভারতীয় দলের কোচ বলেন, "অনেকে গত বছর থেকে জিজ্ঞেস করে এসেছেন, কবে সুনীল ছেত্রী অবসর নেবেন? যদি ছেত্রী অবসর নেন, তাহলে আমরা কি করব তখন? এখনও পর্যন্ত, প্রতিটি অনুশীলনে, উনিই আমাদের সেরা খেলোয়াড়।"
এদিকে বাংলাদেশ ম্যাচ নিয়ে ৫৩ বছরের এই অভিজ্ঞ কোচ বলেছেন, "আমরা ফুটবলটি সেভাবেই খেলেছি যেভাবে খেলা উচিত। এভাবেই আমরা খেলতে চেয়েছিলাম। অবশ্যই, সব সময় তা সম্ভব হয় না কিন্তু আমরা যখন একটি নিম্ন র্যাঙ্কের দলের বিরুদ্ধে ফেভারিট হিসেবে শুরু করি, তখন আমরা এই খেলা প্রদর্শন করতে পারি। খেলোয়াড়রা সবকিছু দিয়েছে জয় পাওয়ার জন্য। তাই পুরো কৃতিত্ব ওদের দেওয়া উচিত খেলার পরিকল্পনাকে কার্যকর করার জন্য।"
১৮৪ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলাটাই উপায় ছিল, তা জানিয়ে দিলেন ইগর স্টিম্যাচ। তিনি বলেছেন, "নিম্ন র্যাঙ্কের দলের সাথে সবথেকে ভালো উপায় হল আক্রমণ করা, বল থেকে ওদের দূরে রাখা। আমরা গোটা ম্যাচ জুড়ে যা করছিলাম, সেটি যদি না করতাম, তাহলে আমরা দ্বিতীয় গোল করতে পারতাম না আর বাংলাদেশকে সুযোগ দিয়ে দিতাম।"