কেন আইলিগ খেলোয়াড়দের নিতে অনিহা? এই বড় কারণ তুলে ধরলেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাম্প্রতিক কালে ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়ের নির্বাচনে একটি ধারা চলে এসেছে, যে শুধুমাত্র আইএসএল থেকেই ফুটবলারদের নির্বাচন করা হচ্ছে জাতীয় দলে। আইলিগের প্রতিভাবান ফুটবলাররা সুযোগই পাচ্ছেন না।
আর এই নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে। গত এএফসি কাপের গ্রুপ পর্বেও গোকুলামের প্রাক্তন কোচ ভিন্সেঞ্জো অ্যানেসে এই নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন। কিন্তু ইগর স্টিম্যাচের মতে, সেরা ভারতীয় খেলোয়াড়রা আইএসএলে খেলছেন।
মঙ্গলবার কম্বোডিয়ার বিরদ্ধে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে স্টিম্যাচ এই বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টিম্যাচ বলেন, "জাতীয় দলে আমি সর্বদাই কেবল মাত্র সেরা ভারতীয় খেলোয়াড়দেরই বাছাই করি। আইএসএলে খেলা ফুটবলাররাই ভারতের সেরা। আমাদের দলে এমন খেলোয়াড় দরকার যারা আমাদের পরবর্তী পর্যায়ে নিয়ে সাহায্য করবে।"
কয়েক দিন আগে ভিন্সেঞ্জো অ্যানেসের আইলিগ থেকে খেলোয়াড় নেওয়া নিয়ে প্রতিবাদের পাল্টা জবাব দিয়েছিলেন স্টিম্যাচ। তিনি বলেছিলেন, "আমি জানি প্রতিটি আইলিগ কোচ মনে করেন ওনার দলে ২-৩ জন খেলোয়াড় রয়েছেন যারা জাতীয় দলে থাকার যোগ্য, এবং আমি আশা করি তা যেন সত্যি হত। কিন্তু আমাদের বাস্তবটা দেখতে হবে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোকুলামের জয়টা দুর্দান্ত ছিল, কিন্তু যদি আপনি আমায় জিজ্ঞেস করেন, ওরা এই ধরণের ম্যাচে ১০ বারের মধ্যে একবার জিতবে, আর সেই জয়টিই ছিল এটি।"