শ্রীলঙ্কা ম্যাচে সময় নষ্টকে দায়ী করলেন ইগর স্টিম্যাচ, নেপালের বিরুদ্ধে শুরু থেকে গোলের হুঙ্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফিফা র্যাঙ্কিংয়ে ২০৪তম র্যাঙ্কিংয়ে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে একটিও গোল করতে পারেনি ভারত। আর এর জেরে হতাশ ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা সমর্থকরা ভাবছে, এ কোন ভারত! আর এমন খারাপ খেলার জেরে বেশ সমালোচিত হয়েছেন কোচ ইগর স্টিম্যাচ।
কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে এমন হতাশাজনক পারফর্মেন্সের পর সামনে এবার নেপাল, যাদের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে চাপে পড়েছিল ভারত। নেপাল নিয়ে কি বলবেন ভারতের হেডস্যার, এই নিয়ে আগ্রহী ছিল ভারতীয় ফুটবল মহল। তবে এক্ষেত্রে কিছুটা তাত্ত্বিকভাবে উত্তর দিলেন ক্রোয়েশিয়ান কোচ।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টিম্যাচ বলেন, "আমরা ভালো খেললে আমরা খেলা জিতব। এছাড়া জেতার অন্য কোনও উপায় নেই। কিছুই পাল্টায়নি, আমরা এখানে এখনও আছি টুর্নামেন্ট জেতার জন্য। আমরা একে অপরকে চনি। কিন্তু ওদের আলাদা মনোভাব থাকতে পারে। নেপালের সেই স্বাচ্ছন্দ্যতা রয়েছে হিসেবের জন্য। ওদের ছয় পয়েন্ট রয়েছে। এটি বিপদজনকও হতে পারে। কিন্তু আমরা প্রথম মিনিট থেকেই গোলের জন্য যাব।"
"কিছুই বদলায়নি। এখনও সমস্ত সম্ভাবনা রয়েছে। আমরা টুর্নামেন্ট জিততে এসেছি, শুধু আট-নয় পয়েন্ট পেতে নয়। ছয় পয়েন্ট নিয়েও, আমরা ফাইনালে যেতে পারব। তাই অঙ্ক নিয়ে না ভেবে জেতা নিয়ে ভাবা উচিত আমাদের।"
এদিকে শ্রীলঙ্কা ম্যাচে সময় নষ্টের বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ স্টিম্যাচ। তিনি বলেছেন, "শ্রীলঙ্কা ম্যাচে, ২৭ মিনিট নষ্ট হয়েছে। এটি লজ্জাজনক। এই ধরণের টুর্নামেন্ট ফুটবলকে আরও বেশি করে তুলে ধরে। রেফারিদের এই ধরণের বিষয়ে আরও ভালো করতে হবে। কিন্তু এটি অজুহাত নয়। ৩০ মিনিট খেললেও আমাদের জেতা উচিত।"
শ্রীলঙ্কার বিরুদ্ধে খারাপ পারফর্মেন্সের কারণ হিসেবে স্টিম্যাচ বলেছেন, "মিডফিল্ডাররা সেভাবে বল ধরতে পারেনি। ওদের আরও এগিয়ে আসতে হবে এবং বল ধরতে হবে। আমরা সুনীলের জন্য ভালো বল বাড়াতে পারিনি। যদিও, ও হেডে দুটো গোল করার সুযোগ পেয়েছিল কিন্তু সেখানে ব্যর্থ হয়েছিল, যদিও এই গোলগুলি ও করেই থাকে। আর এই হতাশা আসে ম্যাচ না জেতা থেকে।"
আগামী ১০ অক্টোবর, অর্থাৎ রবিবার ভারতীয় সময় রাত সাড়ে নয়টায় মুখোমুখি হবে ভারত ও নেপাল।