সাফ কাপ জয়কে গুরুত্ব দিতে নারাজ ইগর স্টিম্যাচ, পাখির চোখ এশিয়ান কাপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ ফলে হারিয়ে অষ্টমবার দক্ষিণ এশিয়া সেরা হল ভারত। কিন্তু এই জয়কে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। তার অধীনে এই প্রথম কোনও ট্রফি জিতল ভারত।
কিন্তু স্টিম্যাচ সাফ কাপের জয় ভুলে এগিয়ে যেতে চান। এবং এই মুহুর্তে তার নজর আগামী ২০২৩ সালের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন। এটিকেই বড় লক্ষ্য হিসেবে ধরছেন ইগর।
ভার্চুয়াল সম্মেলনে স্টিম্যাচ বলেছেন, "আমি এটিকে (সাফ কাপ) বিশেষ সাফল্য হিসেবে ধরি না কারণ এটিই স্বাভাবিক ছিল সাফের ক্ষেত্রে ভারত জিতবে। কিন্তু এতে বোঝা যায় যে আমরা এই প্রতিযোগিতায় কতটা শক্তিশালী এবং আমরা আমাদের খেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।"
এদিকে স্টিম্যাচ জানিয়েছেন, এখন তার লক্ষ্য আসন্ন ২০২৩ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন। যদিও এই নিয়ে কিছুটা চিন্তায় ক্রোয়শিয়ান কোচ। তিনি বলেছেন, "আমরা জানি না আমরা কবে খেলব, আমরা আমাদের গ্রুপ জানি না। কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে কারণ আমাদের বলা হয়েছে আমাদের প্রথম ম্যাচ হবে ১ ফেব্রুয়ারিতে। যদি আমাদের যোগ্যতা অর্জন পর্বে উঠতে হয়, যা ফিফা উইন্ডোর বাইরে, আমাদের ঘরোয়া প্রতিযোগিতার স্টেকহোল্ডারদের সাথে বসতে হবে, কতটা সময় জাতীয় দলের খেলোয়াড়রা পাবে প্রস্তুতির জন্য।"
যদিও স্টিম্যাচ স্বীকার করেছেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্রয়ের পর বেশ অনেকটা চাপে ছিলেন। কিন্তু তারপর নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠে ব্লু টাইগার্স।
এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, "অবশ্যই আমরা প্রথম দুটি ম্যাচের পর কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, কিন্তু সেগুলি খারাপ দেখাচ্ছিল স্রেফ ফলাফলের ভিত্তিতে। আমাদের মানসিকতা, নম্বর ও পরিসংখ্যানে কোনও পরিবর্তন ছিল না। আমরা যথেষ্ট শট মেরেছি, সুযোগ তৈরি করেছি, শক্তি ও গতি দেখিয়েছে খেলোয়াড়রা। আমরা কখনও গোল করেছি, কখনও করিনি আর সেটিই তফাৎ গড়ে দিয়েছে। তাই, আমাদের উপর ফলাফল দেওয়ার চাপ এসে গিয়েছিল। কিন্তু আমরা সেটিকে সঠিকভাবে কাজে লাগিয়েছি এবং শেষে আমরা ট্রফি জিতেছি যা খুবই গুরুত্বপূর্ণ ছিল।"