নিজেদের দোষে পয়েন্ট হারিয়েছি, ভারতীয় দলকেই দোষ দিলেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে অপ্রত্যাশিত শুরু ভারতের। প্রায় ৩০ মিনিট ১০ জনের বাংলাদেশের বিরুদ্ধে জেতা তো দূর, গোল হজম করে তিন পয়েন্ট নষ্ট করেছে ব্লু টাইগার্স। আর এর জেরে হতাশ ভারতীয় সমর্থকরা দুষছে কোচ ইগর স্টিম্যাচকে।
কিন্তু এই পারফর্মেন্সের পর ভারতীয় কোচ কি বলছেন? মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টিম্যাচের উবাচ, নিজেদের ভুলেই বাংলাদেশের বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছে ভারত।
ভারতের হেডস্যার বলেছেন, "আমরা নিজেদের দোষ দিতে পারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ না জেতার জন্য। আমরা পুরো ম্যাচে নিয়ন্ত্রণে ছিলাম, আমরা পুরো দাপট দেখিয়েছি, আমরা এক-শূন্যতে এগিয়ে ছিলাম, এবং আমাদের অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা রয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও, কিছু অজ্ঞাত কারণে, আমরা পচুর মিসপাস করেছি, অনিচ্ছাকৃত ভুল করেছি। আর এর জেরে যদি প্রতিপক্ষের মনোবল বেড়ে যায়, তাহলে ওরা সুবিধা পেয়ে যায়।"
এরপর স্টিম্যাচ ক্ষোভের সুরে বলেন, "আমরা শাস্তি পেয়েছি গুরুত্বপূর্ণ মুহুর্তগুলিতে সঠিক কাজ না করা, এবং নিজেদের অভিজ্ঞতা ব্যবহার না করার জন্য। এটি একটি অভিজ্ঞ ভারতীয় দল, আমি আরও বেশি আশা করেছিলাম কারণ কিছু সময় আমাদের অহেতুক চিন্তা এসে গিয়েছিল। এবং এটি বোঝানো কঠিন।"
এদিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সাফ কাপের দ্বিতীয় ম্যাচে নামবে ভারত। এই নিয়ে স্টিম্যাচ বলেন, "আমরা পরবর্তী ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি। গ্রুপ পর্বে আমাদের আরও তিনটি ম্যাচ রয়েছে এবং সেখানে আমাদের ভালো খেলতে হবে।"