কলকাতার ভালোবাসা পাওয়ার পর এবার দক্ষিণের ফুটবলের স্বাদ পেতে চান ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতাকে কেন ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়, সেটা বুঝেই গিয়েছে ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের তিন ম্যাচে যুবভারতীতে যে জনসমাগম, তা যেন আলাদা শক্তি দিয়েছিল এই ভারতীয় দলকে।
এবার এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করার পর ইগর স্টিম্যাচের লক্ষ্য দক্ষিণ ভারতের ফুটবলকে দেখা, তাদের ভালোবাসার স্বাদ পাওয়া। এবং আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় দলের শিবির ও ম্যাচ কেরালায় আয়োজন করার বার্তা দিয়েছেন স্টিম্যাচ। কিন্তু এর পাশাপাশি কলকাতাকে নিয়েও বলেছেন তিনি।
টুইটারে এই ক্রোয়েশিয়ান কোচ বলেছেন, "জাতীয় দলের শিবির ও ম্যাচ আগামী সেপ্টেম্বরে কেরালায় আয়োজিত হতে দেখতে চাই। সময় এসেছে ফুটবলকে ভারতের দক্ষিণে নিয়ে যাওয়ার এবং সেখানকার সমর্থকদের ভালোবাসা ও আবেগের অনুভূতি নেওয়ার। কলকাতা খুবই স্পেশ্যাল আমার জন্য এবং আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে। কেরালা চলো এক সাথে লড়ি এবং দেখিয়ে দিই আমরা কি করতে পারি। জয় হিন্দ।"
কেরালার ফুটবল প্রেম কেমন, গত কয়েক বছর ধরে তা দেখা গিয়েছে। ইদানিং ভারতীয় ফুটবলে কেরালা ফুটবলের সাফল্যও চোখে পড়ার মত। আইলিগ ও ইন্ডিয়ান উইমেন্স লিগে গোকুলাম কেরালার জয়, আইএসএলে কেরালা ব্লাস্টার্স রানার্স আপ এবং সন্তোষ ট্রফিতে কেরালার জয় - সব মিলিয়ে সাফল্যের তুঙ্গে কেরালার ফুটবল।