সমর্থকদের আনন্দ দেওয়ার মত ফুটবল খেলেছে ভারত, বার্তা কোচ ইগর স্টিম্যাচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচে ড্রয়ের পর রবিবার দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালকে ২-১ গোলে হারায় ভারত। কাঠমান্ডুতে হওয়া এই দুই ম্যাচে দলের পারফর্মেন্সে খুশি কোচ ইগর স্টিম্যাচ। এবং দ্বিতীয় ম্যাচটিকে প্রথমটির থেকে অনেক বেশি ভালো বলে দাবি করলেন।
ম্যাচের পর প্রেস বৈঠকে ইগর ভারতীয় দলের খেলার প্রশংসা করেন এবং খেলোয়াড়দের মানসিকতা নিয়েও কথা বলেন। হেড কোচের বক্তব্য, "আমার মনে হয় এটি ভালো ফুটবল ম্যাচ হয়েছে যা সমর্থকরা উপভোগ করবে। এই দ্বিতীয় ম্যাচটি আগের থেকে অনেকটাই ভালো ছিল।"
"আমাদের খেলোয়াড়দের ধন্যবাদ জানানো উচিত ওদের মানসিকতা ও ম্যাচ জেতার ইচ্ছাশক্তির জন্য। আমায় বিশেষ করে আমার খেলোয়াড়দের কথা বলতে হবে কারণ ওরা অনেক বেশি শান্ত ছিল, প্রথম গোলের অপেক্ষায় ছিল। ওরা এই নেপালি ডিফেন্সকে যেভাবে ওপেন করে দিয়েছিল, আর আপনারা জানেন, যখন এমনটা হয়, তখন সব সহজ হয়ে যায়।"
এদিকে নেপালের খেলার প্রশংসা করেছেন ভারতীয় দলের কোচ। তিনি বলেন, "নেপাল খুব ভালো খেলেছে, অনেকটাই উন্নতি করেছে। আমি দেখতে পাই দলটির কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ যখন ওদের কাছে দুই মাসের প্রস্তুতির সময় থাকে। কিন্তু আমার মনে হয় ভারতকে অনেক উন্নতি করতে হবে এবং অনেক বিষয়ে প্রমাণ করতে হবে।"