ইস্টবেঙ্গলের এই তারকাকে জাতীয় দলে নিতে আগ্রহী ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইনস্টাগ্রাম পেজে লাইভ প্রশ্নোত্তর পর্ব সারেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। আর সেই আলোচনায় একাধিক বিষয় উঠে এসেছে, যা অত্যন্ত জরুরি।
প্রথমেই ইগর স্টিম্যাচ জানিয়ে দিয়েছেন, যারা আইএসএল ফাইনালে খেলবেন, তারা আসন্ন প্রীতি ম্যাচগুলিতে অংশ নাও নিতে পারেন। আগামী ১৮ মার্চ আইএসএল ফাইনাল। এদিকে ২৫ মার্চ মায়ানমারের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর কিরগিজস্থানের বিরুদ্ধেও খেলবে ভারত।
এদিকে এই ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের জন্য আগামী ১৪ মার্চ কলকাতায় প্রস্তুতি শিবিরে নামবেন ইগর স্টিম্যাচরা।
মার্চের প্রীতি টুর্নামেন্ট এবং আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য শিবিরে সুযোগ পেতে পারেন ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিং ও বেঙ্গালুরু এফসির শিবাশক্তি, এমনই আভাস দিয়েছেন ইগর স্টিম্যাচ।
এদিকে আসন্ন এশিয়ান কাপের মূলপর্বের প্রস্তুতি নিয়ে জোর দিয়েছেন স্টিম্যাচ। মূলত ডিসেম্বর মাসে এশিয়ান কাপের প্রস্তুতি করতে চাইছেন ইগর। পাশাপাশি যদি মরশুমের বাইরে হয়, তাহলে ছয় সপ্তাহের শিবির আয়োজন করতে চান স্টিম্যাচ। আর মরশুমের মাঝে হলে চার সপ্তাহের শিবির করবে ভারতীয় দল।
সব মিলিয়ে, ভারতীয় ফুটবলের আসন্ন ভবিষ্যতের পারফর্মেন্সকে ভালো করতে উদ্যোগী স্টিম্যাচ।