নিজেদের ফেভারিট ধরেও এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের ফর্ম্যাটে একেবারেই খুশি নন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২০২৩ এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ফর্ম্যাটে বিশেষ পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। দুই লেগের বদলে সেন্ট্রালাইড ভেন্যুতে এক লেগের রাউন্ড রবিন লিগে হবে ফাইনাল রাউন্ড।
এবং এই যোগ্যতা অর্জন পর্বে নিজেদের ফেভারিট ধরলেও ফর্ম্যাটের পরিবর্তনে একেবারেই খুশি নন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। প্রতিপক্ষ নয়, তার চিন্তা কেবল তিন ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে কারা এশিয়ার সেরা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে।
এই নিয়ে এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে স্টিম্যাচ বলেছেন, "অবশ্যই, কম ম্যাচ দূর্বল দলগুলির পক্ষে সুবিধাজনক কোনওরকমে এগিয়ে যাওয়ার জন্য। আমরা গ্রুপের ফেভারিট হওয়ার জন্য ফেভারিট, যা মনোনীত করা হবে, কিন্তু কাজটি সহজ হবে না। আমাদের শিবিরের জন্য প্রস্তুতি নিতে হবে যা এপ্রিল ও মে মাস জুড়ে পরিকল্পিত রয়েছে, যাতে পুরো দল তৈরি থাকে।"
এরপর প্রস্তুতি নিয়ে স্টিম্যাচ বলেছেন, "একটি দীর্ঘমেয়াদী শিবিরের প্রয়োজন যাতে দলটি পুরো প্রস্তুত থাকে। আইএসএল শেষ হলেই, আমাদের একটি নিরাপদ জায়গায় শিবির গড়তে হবে। এছাড়া আমাদের একাধিক প্রীতি ম্যাচ খেলতে হবে যাতে যোগ্যতা অর্জন পর্বটি ঠিকঠাক ভাবে শুরু করতে পারি।"
এদিকে আইএসএলের এক মরশুম থেকে আর এক মরশুমের মধ্যে দীর্ঘ এই বিরতিতে বিরক্ত স্টিম্যাচ। আবারও নিজের বিরক্তি প্রকাশ করে স্টিম্যাচ বলেছেন, "আমি আগামী কয়েক মাস নিয়ে চিন্তিত নই কারণ আইএসএল শুরু হবে এবং খেলোয়াড়রা ২০টি ম্যাচ পাবে। এই সময় প্রতিদ্বন্দ্বিতামূলক কয়েকটি মাস যাবে। কিন্তু আইএসএল শেষ হতেই, আমাদের কাজে লেগে পড়তে হবে। আমাদের প্রীতি ম্যাচ ও অনুশীলন পর্ব প্রয়োজন। খেলোয়াড়দের ছেড়ে রাখা যাবে না।"
আগামী বছরের ৮, ১১ ও ১৪ জুন এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের ফাইনাল রাউন্ডের খেলাগুলি হবে।