আন্তর্জাতিক ট্রাই নেশন ফুটবল টুর্নামেন্টের জন্য ভারতের ২৩ জনের দল ঘোষণা করল ইগর স্টিমাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ, আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্টের জন্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করেন। এই ২৩ জন ফুটবলারকে নিয়ে কলকাতায় ৫ দিনের প্রস্তুতি শিবিরের ব্যবস্থাও করা হয়েছে এআইএফএফ এর তরফে। প্রস্তুতি শিবিরটি ১৫ই মার্চ থেকে শুরু হতে চলেছে।
৫ দিনের শিবির শেষে ভারতীয় ফুটবল দল ইমফলের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানেই ভারতীয় দল মায়ানমার এবং কিরগিজ রিপাবলিকের বিরুদ্ধে খেলবে। ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত খুমান লাম্পাক স্টেডিয়ামে খেলা হবে এই টুর্নামেন্ট।
যে ২৩ জন ফুটবলার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে ১৪ জন ফুটবলার বুধবার থেকে কলকাতায় প্রস্তুতি শুরু করবে এবং আইএসএল ফাইনাল খেলতে চলা ৯ জন ফুটবলার আইএসএল ফাইনাল খেলে ১৯ মার্চ যোগ দেবে ভারতীয় দলের সাথে। এছাড়াও এআইএফএফ এর তরফে জানানো হয়েছে যে ১১ জন খেলোয়াড়কে রিজার্ভে রাখা হয়েছে যাদের প্রয়োজন পরলে ব্যবহার করা হতে পারে।
এক নজরে দেখে নিন ২৩ জনের ভারতীয় দল-
গোলকিপার- গুরপ্রীত সিং সাধু, ফুরবা লাছেনপা টেমপা, অমরিন্দর সিং
ডিফেন্ডার- সন্দেশ ঝিঙ্গন, রোশান সিং, আনওয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা কোনশাম, রাহুল ভেকে, মেহতাব সিং
মিডফিল্ডার- সুরেশ ওয়াংজাম, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, রিত্বিক দাস, জেকসন সিং, লাল্লিয়ানজুয়ালা চাঙতে, বিপিন সিং, গ্লেন মার্টিন্স
ফরোয়ার্ড- মনবীর সিং, সুনীল ছেত্রী, শিভাসাকথি নারায়ানান