৪৯তম কিংস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করল ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ৪৯তম কিংস কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন হেড কোচ ইগর স্টিম্যাচ। আগামী ৭-১০ সেপ্টেম্বর থাইল্যান্ডের চিয়াং মাইতে হবে এই প্রতিযোগিতা।
আরও পড়ুন - দল নির্বাচনের বিতর্ক নিয়ে সরব হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
আগামী ৭ সেপ্টেম্বর প্রথম সেমি ফাইনালে ফিফা র্যাঙ্কিংয়ে ৭০তম স্থানে থাকা ইরাকের বিরুদ্ধে খেলবে ভারত। অন্যদিকে লেবাননের বিরুদ্ধে খেলবে আয়োজক থাইল্যান্ড। এই দুই ম্যাচের বিজয়ীরা আগামী ১০ সেপ্টেম্বর ফাইনাল খেলবে।
আরও পড়ুন - এশিয়া কাপ খেলতে এই তারিখে শ্রীলঙ্কা রওনা হবে ভারতীয় দল
গুরপ্রীত সিং সান্ধু (বেঙ্গালুরু এফসি), অমরিন্দর সিং (ওড়িশা এফসি), গুরমিত সিং (হায়দ্রাবাদ এফসি)।
আশিস রাই (মোহনবাগান), নিখিল পুজারি (হায়দ্রাবাদ এফসি), সন্দেশ ঝিঙ্গান (এফসি গোয়া), আনোয়ার আলি (মোহনবাগান), মেহতাব সিং (মুম্বাই সিটি এফসি), লালচুংনুংগা (ইস্টবেঙ্গল), আকাশ মিশ্রা (মুম্বাই সিটি এফসি), শুভাশিস বসু (মোহনবাগান)।
জিকসন সিং (কেরালা ব্লাস্টার্স), সুরেশ সিং ওয়াংঝাম (বেঙ্গালুরু এফসি), ব্র্যান্ডন ফার্নান্ডেস (এফসি গোয়া), সাহাল আব্দুল সামাদ (মোহনবাগান), অনিরুধ থাপা (মোহনবাগান), রোহিত কুমার (বেঙ্গালুরু এফসি), আশিক কুরুনিয়ন (মোহনবাগান), নাওরেম মহেশ সিং (ইস্টবেঙ্গল), লালিয়ানজুয়ালা ছাংতে (মুম্বাই সিটি এফসি)।
মনবীর সিং (মোহনবাগান), রহিম আলি (চেন্নাইন এফসি), রাহুল কেপি (কেরালা ব্লাস্টার্স)।