প্রথমার্ধের খেলা নিয়ে চিন্তিত থাকলেও ওমানের বিরুদ্ধে রেজাল্টে খুশি ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার দুবাইয়ের মাকতৌম বিন রশিদ স্টেডিয়ামে শক্তিশালী ওমানের বিরুদ্ধে ১-১ ড্র করে তথাকথিত নতুন সাজের ভারতীয় দল। প্রথমার্ধের খারাপ খেলার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া আর তার ফল হিসেবে সমতার গোল করেছিলেন মনবীর সিং।
এদিকে দলের পারফর্মেন্সে কিছুটা মিশ্র জবাব দিলেন কোচ ইগর স্টিম্যাচ, যদিও রেজাল্টে খুশি তিনি। এই নিয়ে ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে স্টিম্যাচ বলেছেন, “ম্যাচের যে বিষয়টি ভালো হয়েছে তা হল রেজাল্ট। সত্যি বলতে গেলে, আমি প্রথম ৪৫ মিনিটের পর বেশ চিন্তিত ছিলাম কারণ আমরা বল ধরে রাখার উপায় খুঁজে পাচ্ছিলাম না। সুরেশ ছাড়া আমরা কোনও প্লেয়ারকেই পাইনি, সব থেকে তরুণ সুরেশকেই দায়িত্ব নিতে হয়েছিল এবং বল পাস দিতে হয়েছিল যা আমরা অনুশীলন করেছি। কিন্তু ওমান হাওয়ার কিছুটা ব্যবহার করেছিল।“
এরপর স্টিম্যাচ দলের ভুলত্রুটিগুলি নিয়ে বলেছেন, “আমরা দুটি সাধারণ জিনিস করিনি যা আমি তাদের করতে বলেছিলাম। আমরা বল নিয়ে আমাদের অর্ধে খুব একটা প্রেশার দিইনি খেলোয়াড়দের আর আমরা খেলোয়াড়দের থেকে দূরে থাকিনি যখন তারা খেলা তৈরি করছিল, আর এতে অনেক সমস্যা তৈরি হয়েছিল। ওদের আত্মবিশ্বাস বাড়ছিল, আমাদের আত্মবিশ্বাস অনেক কম ছিল। আমি ওদের একটিই জিনিস বলেছি। রেজাল্ট এমন একটি বিষয় যা নিয়ে আমি ভাবব, তোমরা নও। তোমাদের এগিয়ে আসতে হবে কোনওরকম ভয়ডর ছাড়াই।“