সব জায়গাতেই সমস্যা রয়েছে আমাদের! ভারতীয় ফুটবল নিয়ে চিন্তা প্রকাশ করলেন কোচ ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দল ভালো পারফর্ম করুক কিংবা খারাপ, প্রতিবারই আশাজনক বার্তা দিয়ে থাকেন ভারতীয় টিমের কোচ ইগর স্টিম্যাচ। কিন্তু এবার স্বয়ং ক্রোয়েশিয়ান কোচের মুখ থেকে শোনা গেল দুশ্চিন্তার বার্তা। কেবল দল নিয়েই নয়, ভারতীয় ফুটবলের কিছু সমস্যা নিয়ে কথা তুললেন ক্রোয়েশীয় কোচ।
মূলত একটানা ৮-৯ মাসের ফুটবল মরশুম পাচ্ছে না ভারতীয় ফুটবলাররা, আর এই নিয়ে চিন্তিত স্টিম্যাচ। এবারের আইএসএল আগামী নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের মার্চে শেষ হবে। আর এর জেরে দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ টেক্কা দিচ্ছে র্যাঙ্কিংয়ে ১০৭ নম্বর স্থানে থাকা ভারতীয় দলকে।
স্টিম্যাচকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে প্রকৃত সেন্ট্রাল ডিফেন্সের অভাব ভুগছে কিনা, এর জবাবে ক্রোয়েশীয় কোচ বলেন, "শুধু সেন্ট্রাল ডিফেন্সে নয়, সব জায়গাতেই সমস্যা রয়েছে আমাদের জন্য। অতিমারির জেরে, আমাদের এমন একটা মরশুম রয়েছে যা আট-নয় মাস চলে না। এটাই ভারতীয় ফুটবলের সমস্যা। অফ সিজনে জাতীয় দলে খেলোয়াড়রা আসছে, এভাবে কাজ করাটা সত্যিই খারাপ।"
এদিকে এশীয় ফুটবলে উন্নতি ও বাকি দেশগুলির সাথে টেক্কা দেওয়া কতটা কঠিন, এই নিয়ে চীনের উদাহরণ টানলেন স্টিম্যাচ। তিনি বলেছেন, "চীন প্রতি বছর প্রায় বিলিয়ন ডলার ফুটবল উন্নয়নে খরচ করে। লক্ষ লক্ষ শিশু অ্যাকাডেমিতে রয়েছে, হাজারো বিদেশী কোচ আনছে, জাতীয় দলে বিদেশী খেলোয়াড়দের নিয়ে আসছে। কিন্তু এখনও, ওদের পক্ষে বিশ্বকাপে যোগ্যতা অর্জন সম্ভব হয়নি।"
"আমরা স্বপ্ন দেখছি এক দিন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করব। এর জন্য খুব বড়, বিশাল বড় প্রক্রিয়া কারণ আমরাই কেবল এর স্বপ্ন দেখছি না। অন্যান্য দেশও আমাদের থেকে আরও বেশি লগ্নি, গ্রাসরুট, অ্যাকাডেমিতে বিদেশী কোচ, কোচিং লাইসেন্সিংয়ের মত কাজ করে চলেছে।"
ফলে এবার স্টিম্যাচও বুঝিয়ে দিলেন, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও কেন্দ্রীয় সরকারকে আরও কোমর বেঁধে নামতে হবে।