গত আইএসএলের গোল্ডেন বুট জয়ী ইগর অ্যাঙ্গুলোকে সই করে শক্তি বাড়াল মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একের পর এক বিদেশী ফুটবলার চলে গিয়েছে চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসি থেকে। কিন্তু এবার বড়সড় সাইনিং করিয়ে চমক দিল মুম্বই। গত আইএসএলের গোল্ডেন বুট জয়ী ইগর অ্যাঙ্গুলোকে সই করাতে চলেছে মুম্বই সিটি এফসি। কিছু সময়ের মধ্যেই সরকারি ঘোষণা করা হবে।
আর এর জেরে এফসি গোয়া থেকে মুম্বই সিটিতে খেলোয়াড় আসা অব্যাহত রইল। আহমেদ জাহৌ, মুরতাদা ফল, হুগো বৌমোসের পর এবার ইগর অ্যাঙ্গুলো। জানা গিয়েছে, এক বছরের চুক্তিতে ৩৭ বছরের এই ফরোয়ার্ডকে সই করাল মুম্বই। তবে অ্যাঙ্গুলো ছাড়াও আরও একটি ফরোয়ার্ডকে নিতে চায় মুম্বই। এখনও তিন নতুন বিদেশীকে আনতে পারবে গতবারের চ্যাম্পিয়নরা।
বয়স হয়ে গেলেও ইগর অ্যাঙ্গুলোর ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন হবে না। ২০১৬ সালে গোরনিক জাবেরজেকে পোল্যান্ডের প্রথম ডিভিশনে তুলেছিলে স্প্যানিশ এই ফরোয়ার্ড। ২০১৭ সালে পোল্যান্ডের প্রথম ডিভিশনে দ্বিতীয় সর্বোচ্চ ও ২০১৮ সালে সর্বোচ্চ গোলদাতা হয়েছিল। আর গত আইএসএলেও রয় কৃষ্ণার সাথে সর্বোচ্চ গোল করেছিলেন অ্যাঙ্গুলো। সুতরাং ক্ষমতা রয়েইছে এই অভিজ্ঞ ফরোয়ার্ডের।