আইলিগ বিজয়ীরা খেলবেন আইএসএলে! জানালেন কল্যাণ চৌবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইলিগ বিজয়ী দল এবার সুযোগ পেতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগে। সম্প্রতি সেই কথাই টুইট করে জানিয়ে দিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
টুইটারে কল্যাণ চৌবে লিখেছেন, "এএফসি এবং এআইএফএফ এর রোডম্যাপ অনুসারে ২০২২-২৩ হিরো আইলিগ বিজয়ী দল ক্রীড়া যোগ্যতা এবং প্রিমিয়ার ১ লাইসেন্স ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে পারলে হিরো আইএসএলে অংশগ্রহণ করার সুযোগ পাবে।"
এই টুইটের পরেই ভারতীয় ফুটবল ভক্তরা সোশ্যাল মিডিয়াতে এআইএফএফ এর প্রশংসা শুরু করেন। ফুটবল ভক্তরা জানান এই খবর ভারতীয় ফুটবলের জন্য খুবই ভালো খবর। আইলিগ বিজয়ী দল আইএসএলে সুযোগ পেলে ভারতীয় ফুটবলেরই উন্নতি হবে।