বড় খবর! করোনার আঘাত আইলিগে, এত দিনের জন্য স্থগিত হতে পারে টুর্নামেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বছর সুষ্ঠুভাবে আইলিগ আয়োজন হলেও এবার তাতে পড়ল বড়সড় ব্যাঘাত। যা খবর, তাতে অন্ততপক্ষে ১৫ জন খেলোয়াড় করোনা পজিটিভ এসেছে। আর এর ফলে সম্ভবত দুই সপ্তাহের আইলিগ স্থগিত করার সিদ্ধান্ত আসতে পারে।
জানা গিয়েছে, রিয়াল কাশ্মীরের আটজন খেলোয়াড়ের করোনা পজিটিভ এসেছে। কলকাতার এক পাঁচ তারা হোটেলে রিয়াল কাশ্মীর সহ মোট সাতটি দল ছিল। ফলে বাকি ছয় দলের খেলোয়াড়দের উপরেও করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে।
দুপুরের মধ্যে এই নিয়ে আলোচনায় বসবে আইলিগ কমিটি। সেখানে তারা সিদ্ধান্ত নেবে যে কতদিনের জন্য স্থগিত করা হবে এই টুর্নামেন্ট। সম্ভবত বুধবারেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এবারের আইলিগে মোট ১৩টি দল খেলছে।
গত কয়েক দিন আগে জৈব বলয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। আশা করা হয়েছিল, গত বছর কোনও বিপত্তি ছাড়াই যেভাবে আইলিগ আয়োজন করা হয়েছিল, এবারেও তাই হবে। কিন্তু করোনার হানা সেই আশা ভেঙে দিল।