ডিসেম্বরে বাংলার মাটিতে শুরু হতে চলেছে আইলিগের নয়া মরশুম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ভারতীয় ফুটবলের শুরুর নির্ঘন্ট বাজিয়ে দিয়ে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ, আগামী মাসে শুরু হবে ডুরান্ড কাপও। এবার এই পরিস্থিতিতে আসন্ন আইলিগ আয়োজিত হবে ডিসেম্বরে।
এক্সট্রা টাইম বাংলার সাথে ফোনবার্তায় এই নিশ্চয়তা দেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুতে হওয়া আইলিগ দ্বিতীয় ডিভিশন শেষ হওয়ার পরেই চুড়ান্ত সূচি প্রকাশ করবে ফেডারেশন। তবে কুশল দাস জানিয়েছেন, ডিসেম্বরেই আইলিগ আয়োজন করার পরিকল্পনা করছে তারা।
গত বছরের মত এই বছরেও পশ্চিমবঙ্গের মাটিতে আইলিগ আয়োজিত হবে। গতবারের দুর্দান্ত আয়োজনের পর এবারেও একই পরিস্থিতি, অর্থাৎ বায়ো বাবলে আইলিগ আয়োজিত হবে কিনা, সে নিয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। করোনা পরিস্থিতির উপর নির্ভর করে হবে চুড়ান্ত পরিকল্পনা।