কবে পুনরায় শুরু হবে আইলিগ? এল এই বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টিম হোটেলে একাধিক করোনা সংক্রমণের জেরে গত ৩ জানুয়ারি ২০২১-২২ মরশুমের আইলিগ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রশ্ন উঠছে, কবে থেকে পুনরায় চালু করা হবে এই সর্বভারতীয় টুর্নামেন্ট? এই নিয়ে এবার এল বড় আপডেট।
যা খবর, ফেব্রুয়ারির শুরুর দিকে এই নিয়ে বিশেষ বৈঠকে বসবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবং সেখানে সমস্ত ক্লাব ও স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা হবে যে কবে থেকে আইলিগ শুরু করা যাবে।
যা সম্ভাবনা, যদি করোনা পরিস্থিতি ভালো মনে করে আয়োজকরা, তবে বৈঠকের পরবর্তী ১৫ দিনের মধ্যেই টুর্নামেন্ট শুরু করে দেওয়া যেতে পারে।
ইতিমধ্যেই মহমেডান স্পোর্টিং ক্লাব সহ বেশ কিছু ক্লাব অনুশীলনে নেমে পড়েছে। তবে জৈব বলয় ও করোনার বিধিনিষেধ আরও কড়া করে দেওয়া হয়েছে। ফলে পুরো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।