ছয় সপ্তাহ পিছল আই লিগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ছয় সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হলো আই লিগের। আগামী সাত তারিখ আরও একবার কলকাতায় থাকা ফুটবলারদের কোভিড টেস্ট হবে। সেই টেস্টের উপর ভিত্তি করে যাদের নেগেটিভ আসবে তাদেরকে আপাতত বাড়ি ছেড়ে দেয়া হবে। বাকি ফুটবলাররা যাদের পজিটিভ আসতে পারে, তারা আবার কোয়ারেন্টিন করা হবে।
এদিন জরুরী ভিত্তিতে সভা হয় আইলিগ টিমগুলোকে নিয়ে। মিটিং শেষে এআইএফএফের পক্ষ থেকে এই সিদ্ধান্ত সকলকে জানানো হয়। তবে চার সপ্তাহ পর আরও একবার টেস্ট করে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করেন্টাইন করার পর বাকি দুই সপ্তাহ পর যদি খেলানো যায় সেই চিন্তাই করছে এআইএফএফ। তবে এখনই আই লিগ বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনাই নেই ফেডারেশনের, বরং বিকল্প পদ্ধতিতে আই লিগ করার ভাবনায় তারা।