আইলিগ পিছচ্ছে দুই সপ্তাহ, মহামেডানের নতুন হোম গ্রাউন্ড কিশোর ভারতী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১৬তম আইলিগের উদ্বোধন হতে হাতে আর বেশি দিন সময় নেই। ইতিমধ্যে এআইএফএফ-এর তরফে জানানো হয়েছিল লিগ শুরু হবে ২৯শে অক্টোবর। সেই অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তের মোট ১২ টি ফুটবল ক্লাব তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।
এমত অবস্থায় সম্প্রতি ফেডারেশনের তরফে জানানো হয়েছে যে, আইলিগ পিছিয়ে যাচ্ছে দুই সপ্তাহ! নতুন সূচি অনুযায়ী ১২ই নভেম্বর থেকে শুরু হবে ২০২২-২৩ আইলিগ মরশুম।
অন্যদিকে কলকাতার অন্যতম বড় ফুটবল ক্লাব মহামেডান তাদের আইলিগের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। আজ মহামেডান সচীব দানেশ ইকবাল, ফুটবল সচীব দিপেন্দু বিশ্বাস এবং কিশোর ভারতী স্টেডিয়ামের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা স্টেডিয়াম এর সমস্ত জিনিষ খুঁতিয়ে দেখেছেন। মহামেডান ক্লাব তাদের ১১ টি হোম ম্যাচই এই মাঠে খেলবে বলে জানা গেছে। তবে চ্যাম্পিয়নশিপে গেলে শেষ ম্যাচটি হবে যুবভারতীতে।