আই লিগ: পঞ্জাব এফসি'র দায়িত্ব নিলেন এই হাই প্রোফাইল বিদেশি কোচ। কে তিনি? জানতে পড়ুন...

এক্সট্রাটাইম নিউজ ডেস্ক : যত সময় যাচ্ছে দেশজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। এই অবস্থায় কবে নাগাদ ফের ফুটবল শুরু হবে, জোর দিয়ে বলা যাচ্ছে না। তবুও এই লকডাউনের মধ্যেই কোচের বাছাই পর্ব সেরে ফেললো পঞ্জাব এফসি। আই লিগের এই দলটির কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করবেন কার্টিস ফ্লেমিং। ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্ম হলেও, পার্শ্ববর্তী আয়ারল্যান্ডের হয়েই ফুটবল খেলেছেন ৫১ বছরের কার্টিস। একটা সময় মিডিলসবার্গ, ক্রিস্টাল প্যালেসের মত ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবের খেলেছেন তিনি। এরমধ্যে ১৯৯১-২০০১, একটানা দশ বছর মিডিলসবার্গে দাপটের সঙ্গে ২৬৬'টি ম্যাচ খেলেছেন এই রাইট ব্যাক।
ফুটবলার হিসেবে মাঠকে বিদায় জানালেও, তিনি কিন্তু ফুটবল ছেড়ে থাকতে পারেননি। তাঁর কেরিয়ারের অন্যতম দুই প্রিয় দল মিডিলসবার্গ, ক্রিস্টাল প্যালেসের হেড কোচের দায়িত্বও তিনি পালন করেছেন। এছাড়া ইপিএলের আর এক বিখ্যাত ক্লাব ক্রিস্টাল প্যালেসের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন কার্টিস ফ্লেমিং।
২০১৯ সালে তিনি পঞ্জাব এফসি'র রিজার্ভ দলের দায়িত্ব নেন। আর এবার ২০২০-২১ মরসুমের জন্য তাঁকে হেড কোচ হিসেবে নিযুক্ত করল পঞ্জাব এফসি। দলের দায়িত্ব পাওয়ার পর ট্যুইটারে তিনি লিখেছেন, 'পঞ্জাব এফসি'র হয়ে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।"