ওড়িশা এফসিতে এলেন আইলিগজয়ী গোকুলাম কেরালার ভরসাযোগ্য ডিফেন্ডার সেবাস্তিয়ান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার ভরসাযোগ্য ডিফেন্ডার সেবাস্তিয়ান থাংমুয়াংসাংকে সই করিয়ে দলবদলের বাজারে অভিযান শুরু করল ওড়িশা এফসি। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর প্রকাশ করে ওড়িশা এফসি।
মণিপুরের ২২ বছরের এই রাইট ব্যাক আগামী দুই বছরের জন্য ওড়িশা এফসিতে সই করলেন। যোগ দিয়ে অত্যন্ত খুশি সেবাস্তিয়ান। তিনি বলেছেন, "ওড়িশা এফসির একটি অংশ হয়ে এবং আমার ফুটবল অভিযান তাদের সাথে এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুবই উৎসাহিত। আমি আশা করছি ম্যানেজমেন্ট আমার প্রতি যে ভরসা দেখিয়েছে, তা পূরণ করব, আমার দলের জন্য সেরা দেব এবং সমর্থকদের খুশি করব। নতুন সহ খেলোয়াড়দের সাথে দেখা করার জন্য এবং ওদের সাথে অনুশীলন শুরু করার জন্য উদগ্রীব হয়ে আছি।"
এদিকে সেবাস্তিয়ানের আগমণ নিয়ে ক্লাবের সিইও রোহন শর্মা বলেছেন, "আমরা খুবই খুশি সেবাস্তিয়ানকে ক্লাবে আনতে পেরে। আমরা গত দুই বছর ধরে ওকে নজর রাখছিলাম এবং আমরা নিশ্চিন্ত যে উনি দলে যোগ দিয়েছেন।" এদিকে প্রেসিডেন্ট রাজ আটওয়াল এই প্রসঙ্গে বলেছেন, "আমরা খুশি সেবাস্তিয়ান ওড়িশা এফসিতে আসার সম্মতি দেওয়াতে। ও দেশের অন্যতম উঠতি ডিফেন্ডার এবং আমাদের দলে চমক ও গভীরতা আনতে সক্ষম হবেন।"
গত আইলিগে ১১টি ম্যাচ খেলেন সেবাস্তিয়ান। প্রথম কয়েকটি ম্যাচ বেঞ্চে থাকলেও পরে শুরু থেকে দলে থাকেন তিনি। এবং ডিফেন্সে ভরসা দেওয়ার পাশাপাশি ডানপ্রান্ত থেকে দুর্দান্ত আক্রমণও হানতেন তিনি। একটি অ্যাসিস্ট রয়েছে তার নামে। এর আগে পুনে এফসি, চেন্নাই সিটি এফসি ও নেরোকা এফসিতে খেলেছেন সেবাস্টিয়ান।