আইলিগের সূচি প্রকাশিত, কবে কবে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার প্রকাশিত হল আসন্ন আইলিগের গ্রুপ পর্বের সূচি। এবং দুই বছর পর আবারও হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এই লিগ আয়োজিত হবে। এবং পুরোনো ফর্ম্যাটে, অর্থাৎ ১২টি দল একে অপরের বিরুদ্ধে হোম ও অ্যাওয়েতে খেলবে।
আসন্ন আইলিগে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমে অল্পের জন্য আইলিগ জিততে পারেনি মহামেডান। ফলে এই বছর সেই কাঙ্খিত আইলিগ জিততে মরিয়া থাকবে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এবারের আইলিগে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের সমস্ত হোম ম্যাচ খেলবে মহামেডান।
আগামী ১২ নভেম্বর মাঞ্জেরিতে গোকুলাম ও মহামেডানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইলিগ। চলুন দেখে নিই এবারের আইলিগে মহামেডানের পূর্ণাঙ্গ সূচি।
এদিকে, লিগের শেষ দুই রাউন্ডের ম্যাচের সময় ও তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে নেরোকার বিরুদ্ধে অ্যাওয়ে ও শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে হোমে শেষ দুটি ম্যাচ খেলবে মহামেডান।