দীর্ঘমেয়াদি চুক্তিতে হায়দ্রাবাদ এফসিতে যোগ দিলেন মনোজ মহম্মদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাঙালি সাইডব্যাক মনোজ মহম্মদ পেলেন নতুন ঠিকানা। জলপাইগুড়ির ছেলে মনোজ সই করলেন হায়দ্রাবাদ এফসিতে। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে হায়দ্রাবাদ। ২০২৫ সাল অবধি চুক্তিবদ্ধ হলেন মনোজ।
গত মরশুমে মহমেডানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মনোজ। কলকাতা লিগ চ্যাম্পিয়ন এবং ডুরান্ড ও আইলিগে রানার্স আপ মহমেডান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই বঙ্গতনয়। এবার হায়দ্রাবাদে সই করলেন মনোজ।
যদিও লেফট ব্যাকই মনোজের মূল পজিশন, কিন্তু সেখানে ইতিমধ্যেই রয়েছেন আকাশ মিশ্রা। এই পরিস্থিতিতে রাইট ব্যাক পজিশনে খেলাতে হবে মনোজকে।
বলা বাহুল্য, সদ্য হায়দ্রাবাদ এফসি থেকে আশিস রাইকে সই করিয়েছিল এটিকে মোহনবাগান। ফলে আশিসের পরিবর্ত হিসেবেই আসছেন মনোজ।