ইস্টবেঙ্গল থেকে একজনও নেই! এটিকে মোহনবাগান থেকে এতজন সুযোগ পেল জাতীয় দলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের জন্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে। আর এই দলে একাধিক নতুন মুখ সুযোগ পেয়েছেন।
আর এর জেরে প্রশ্ন উঠেছে, আইএসএলের কোন ক্লাব থেকে কতজন ফুটবলার সুযোগ পেলেন? আর সেক্ষেত্রে দেখা গিয়েছে, আইএসএলের দশটি ক্লাব থেকেই কোনও না কোনও খেলোয়াড় সুযোগ পেয়েছেন জাতীয় দলে। কেবল একটি দল থেকেই কোনও খেলোয়াড় সম্ভাব্য দলে সুযোগ পাননি। ঠিকই ধরেছেন, সেই দলের নাম এসসি ইস্টবেঙ্গল।
বিষয়টি খুবই স্বাভাবিক, কারণ এবারের আইএসএলে যে হতশ্রী পারফর্মেন্স করেছেন ইস্টবেঙ্গল, বেশিরভাগ ভারতীয় খেলোয়াড়ই নিজেদের মেলে ধরতে পারেননি। শুধু হীরা মন্ডলই দুর্দান্ত ফুটবল খেলেছেন। কিন্তু নাকের অস্ত্রোপচারের জন্য তাকে পাওয়া যাবে না বেশ কিছু দিন। ফলে হীরা ছাড়া অন্য কোনও ফুটবলারকে নেওয়াটা যুক্তিযুক্ত হয়নি।
এদিকে সর্বোচ্চ আটজন ফুটবলার সুযোগ পেয়েছে এটিকে মোহনবাগানের তরফ থেকে। এই আট ফুটবলার হলেন, প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, শুভাশিস বোস, অমরিন্দর সিং, সন্দেশ ঝিঙ্গান, দীপক টাংরি, লিস্টন কোলাসো ও মনবীর সিং।
এটিকে মোহনবাগানের পর আসছে মুম্বই সিটি এফসি, যাদের সাতজন ফুটবলার সুযোগ পেয়েছে এই দলে। এরপর পাঁচজন করে ফুটবলার সুযোগ পেয়েছেন বেঙ্গালুরু এফসি ও হায়দ্রাবাদ এফসি থেকে। চারজন ফুটবলার সুযোগ পেয়েছেন এফসি গোয়ার। কেরালা ব্লাস্টার্সের তিনজন ফুটবলার রয়েছেন দলে। দুজন করে ফুটবলার রয়েছেন জামসেদপুর এফসি ও চেন্নাইন এফসির। আর ওড়িশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের একজন করে ফুটবলারই সুযোগ পেয়েছেন।