Jewel Thief : ইস্টবেঙ্গলের 'হীরা' ছিনতাই করে নিল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে ইস্টবেঙ্গলের অতি খারাপ মরশুমেও হীরকের মত উজ্জ্বল ছিলেন উইংব্যাক হীরা মন্ডল। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা আশাও করেছিলেন, যাতে হীরা পরের বছরেও খেলেন ইস্টবেঙ্গলে। কিন্তু সেই আশা আর থাকল না।
দুই বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সই করলেন হীরা মন্ডল। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে বেঙ্গালুরু। বিগত কয়েক দিন ধরেই জল্পনা ছিল, হীরাকে সই করবে বেঙ্গালুরু। এবার সেই জল্পনাই সত্যি হল।
বলা বাহুল্য, ইস্টবেঙ্গলের জন্য অনেক দিন অপেক্ষা করেছিলেন হীরা। কিন্তু চুক্তিগত বিলম্বের কারণে, এবং বেঙ্গালুরুর চুক্তিও যথেষ্ট লোভনীয় ছিল। ফলে বেঙ্গালুরুতেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন হীরা।
যদিও বেঙ্গালুরুর লেফট ব্যাক হিসেবে রয়েছেন রোশন সিং। রাইট ব্যাকেও এসেছেন প্রবীর দাস। ফলে হীরার কাছে প্রথম একাদশে জায়গা পেতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, তা বলাই যায়।