ইন্টারকন্টিনেন্টাল কাপে এই তারিখে নামবে ভারতীয় দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ৯ জুন থেকে ১৮ জুন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারত, লেবানন, মঙ্গোলিয়া এবং ভানুয়াতু এই ৪ দেশ নিয়ে শুরু হবে হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপ। যেখানে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৯ থেকে ১৫ই জুন পর্যন্ত। গ্রুপ পর্যায়ের প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দুই দেশ খেলবে ইন্টার কন্টিনেন্টাল কাপ ফাইনাল।
ভারতীয় দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে মঙ্গোলিয়ার। ৯ই জুন ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে এই ম্যাচ। এরপর ১২ই জুন ভানুয়াতুর বিরুদ্ধে খেলতে নামবেন সুনীল-প্রীতমরা। এই ম্যাচটিও সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হবে। এবং গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি ভারত ১৫ই জুন সন্ধ্যা ৭:৩০ টায় লেবাননের বিরুদ্ধে খেলবে।
ফাইনাল ম্যাচটি হবে ১৮ই জুন সন্ধ্যা ৭:৩০ টা থেকে। যেখানে মুখোমুখি হবে গ্রুপের শীর্ষে শেষ করা দল এবং দ্বিতীয় স্থানে শেষ করা দল।