মুম্বই সিটি এফসি ছেড়ে ভারতের এই ক্লাবে খেলবেন লিগজয়ের বড় কান্ডারি হার্নান সান্তানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই সিটি এফসি ছাড়ছেন তারকা স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সান্তানা। জল্পনা এসেছিল, আবারও স্পেনে ফিরে যেতে চলেছেন তিনি। কিন্তু যা সম্ভাবনা, তাতে ভারতেই থেকে যেতে চলেছেন সান্তানা।
জানা গিয়েছে, আইএসএলের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডে সই করতে চলেছেন ৩০ বছরের এই মিডফিল্ডার। স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিজন থেকে এক বছরের লোনে মুম্বই সিটি এফসিতে এসেছিলেন হার্নান। যেহেতু গিজনের সাথে চুক্তি শেষ হার্নানের, সুতরাং ফ্রি এজেন্ট হিসেবেই নর্থইস্টে যোগ দিতে পারেন স্প্যানিশ মিডফিল্ডার।
গত আইএসএলে সের্জিও লোবেরার মুম্বই সিটি এফসিকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন সান্তানা। প্রতি ম্যাচে গড়ে ৫০ এর বেশি পাস, এবং গড়ে ৮৮ শতাংশ সঠিক পাস দিয়ে এসেছেন গত মরশুমে। ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও সেন্টার ব্যাক হিসেবেও খেলেছেন সান্তানা। সুতরাং এমন ইউটিলিটি প্লেয়ারকে তুলে আনলে যথেষ্ট শক্তি বাড়বে নর্থইস্টের।