হ্যারি কেনকে প্রিমিয়ার লিগে ছাড়তে রাজি নয় টটেনহ্যাম, বিদেশী ক্লাবের জন্য রাখল এই বড় দর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুম শেষে ক্লাব ছাড়তে পারেন তারকা ইংরেজ স্ট্রাইকার হ্যারি কেন, এমনই জল্পনা বাড়ছিল। ইংল্যান্ডের অধিনায়ককে নিতে উদ্যোগী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, এফসি বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ সহ একাধিক বড় ক্লাব। কিন্তু টটেনহ্যামে হ্যারি কেন অনেক বড় একজন ভরসা এবং তার উপরেই নির্ভর করছে ক্লাবের যাবতীয় সাফল্য।
এই পরিস্থিতিতে হ্যারি কেনকে রাখতে মরিয়া ভূমিকা নিচ্ছে টটেনহ্যাম। এবং এর জন্য হ্যারি কেনের উপর ১৭৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি চাপিয়ে দিল তারা। তবে প্রিমিয়ার লিগের কোনও ক্লাবের সাথে কেনকে নেওয়ার বিষয়ে কথা বলতে রাজি নন টটেনহ্যাম প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভি।
এরলিং হালান্ডকে না পেলে ২৭ বছরের এই ইংরেজ স্ট্রাইকারকে ব্যাকআপ হিসেবে রাখছে ইউরোপের হেভিওয়েট ক্লাবগুলি। টটেনহ্যাম এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন হ্যারি কেন। ফলে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে পেতে মরিয়া থাকবে ক্লাবগুলি। কিন্তু করোনা পরবর্তী সময়ে ১৭৫ মিলিয়ন ইউরো খরচ করাটা থেকে বিরত থাকতে পারে।