প্রতিপক্ষ থেকে সমর্থকদের প্রিয় হওয়ার লড়াই, কেরালা ব্লাস্টার্সে আগমণ হারমানজ্যোত খাবরার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বরাবরের মতই দলবদলের বাজারে বড়সড় সাইনিং করল কেরালা ব্লাস্টার্স। অভিজ্ঞ মিডফিল্ডার হারমানজ্যোত খাবরাকে সই করাল কেরালা। দারুণ একটি ভিডিও প্যাকেজের মাধ্যমে খাবরার আগমণের কথা ঘোষণা করল কেরালা ব্লাস্টার্স।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও প্যাকেজে দেখা গিয়েছে, কেরালার সমর্থকরা খাবরাকে নিয়ে নিজেদের মনের কথা শেয়ার করেছেন। যেহেতু প্রতিপক্ষে থাকাকালীন খাবরা বরাবরই কেরালার বিরুদ্ধে অসাধারণ খেলত, ফলে সমর্থকরা প্রতিপক্ষ হিসেবে অপছন্দই করতেন। কিন্তু খাবরার আগমণের খবর পেয়ে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ভিডিও প্যাকেজে।
এর আগে বেঙ্গালুরু এফসি ও চেন্নাইন এফসিতে খেলেছেন খাবরা, যা কেরালা ব্লাস্টার্সের দুই বড় প্রতিদ্বন্দ্বী। ফলে প্রতিপক্ষ থেকে সমর্থকদের প্রিয় হয়ে ওঠার এই বড় লড়াইয়ে নামলেন হারমান।
আইএসএলের দৌলতে ভালো ফুটবলের পাশাপাশি বেশ নতুন নতুন ফ্যানবেসের উৎপত্তি হয়েছে। আর তার মধ্যে একটি নিঃসন্দেহে কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা। কেবল ভারতে নয়, এশিয়া সহ গোটা বিশ্বে নিজেদের নাম করেছে কেরালার সমর্থকরা। আর এবার সেই সমর্থকদের অপছন্দের ফুটবলার থেকে ঘরের ছেলে হয়ে ওঠার কঠিন লড়াইয়ে নামলেন খাবরা।