বার্সিলোনায় এরলিং হালান্ড? প্রেসিডেন্ট লাপোর্তার সাথে কথা বললেন হালান্ডের এজেন্ট ও বাবা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এফসি বার্সিলোনায় পুনরায় প্রেসিডেন্ট হিসেবে আসার পর জোয়ান লাপোর্তার বড় প্রতিশ্রুতি ছিল, বিশ্বের সেরা খেলোয়াড়দের তিনি ক্লাবে আনবেন। এবং সেই প্রতিশ্রুতির অন্যতম বড় লক্ষ্য ছিল তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার এরলিং হালান্ড। বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকা স্ট্রাইকারকে পেতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে ইউরোপের একাধিক হেভিওয়েট ক্লাব।
এই পরিস্থিতিতে এবার হালান্ডকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে বার্সিলোনা। জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, হালান্ডের এজেন্ট তথা বিশ্ব ফুটবলের সুপার এজেন্ট মিনো রাইওলা এবং হালান্ডের বাবা বার্সিলোনায় এসেছেন। সেখানে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সাথে কথা বলেছেন তারা। জানা গিয়েছে, কথাবার্তা বেশ ইতিবাচক হয়েছে। বার্সিলোনার আগামী পরিকল্পনা জানতে চেয়েছেন রাইওলা। তবে হালান্ডকে নেওয়ার বিষয়ে কোনও কথা এগোয়নি। স্রেফ প্রাথমিক কাজটিই হয়েছে।
আর এর ফলে এফসি বার্সিলোনা হালান্ডকে নিতে বেশ অনেকটাই এগোল, তা বলাই যায়। বার্সিলোনাই প্রথম ক্লাব, যাদের কাছে এসেছেন স্বয়ং হালান্ডের এজেন্ট এবং পিতা। এর আগে বরুসিয়া ডর্টমুন্ডের সাথেও হালান্ডের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন এই দুজন।
তবে হালান্ডকে নিতে গেলে বড় অঙ্ক দিতে হবে, সে বিষয়ে সক্রিয় থাকতে হবে বার্সাকে। দেনায় থাকা এফসি বার্সিলোনা সহ যে কোনও হেভিওয়েট ক্লাবে হালান্ডকে আনতে গেলে অন্তত ১৫০ মিলিয়ন ইউরো দিতে হবে বরুসিয়া ডর্টমুন্ডকে। এমনই রিলিজ ক্লজ আত্মপ্রকাশ করেছে বরুসিয়া ডর্টমুন্ড।