গুরপ্রীতের 'সোনার হাত' ধরে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপেও শক্তিশালী লেবানন বধ ভারতের। নায়ক গুরপ্রীত সিং সাধু। পেনাল্টি শুট আউটে তার দুরন্ত হাতই ভারতকে পৌঁছে দিল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে লেবানন। ইন্টারকন্টিনেন্টাল কাপে যে লেবানন দলের বিরুদ্ধে ভারত খেলেছিল তার থেকে অনেকটাই ভিন্ন এই লেবানন দল। লেবাননের পরপর আক্রমণ আটকাতে গিয়ে ভারতের মেহতাব সিং হলুদ কার্ড দেখেন।
আরও পড়ুন- মাত্র ২ ঘন্টায় ‘সোল্ড-আউট’ মার্টিনেজ শো
এরপর ২০ মিনিটে ভারত ইতিবাচক আক্রমণ করলেও প্রীতম কোটাল গোল করতে ব্যর্থ হন। এরপর বেশকিছু গোলমুখি আক্রমণ করে ভারতীয় দল। অন্যদিকে লেবাননের সমস্ত আক্রমণ আটকে দেন গুরপ্রীত সিং সাধু। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ফলাফলে।
দ্বিতীয়ার্ধে লেবানন বিল্ডআপ ফুটবল পরিকল্পনায় খেলা শুরু করে। এর উত্তরে প্রতিআক্রমণের রাস্তা বেছে নেয় সুনীল ছেত্রীর দল।
নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিট ভারত ৩-৫-২ ফর্মেশন বদলে ৪-৪-২ ফর্মেশনে খেলা শুরু করে। এরপর ভারতীয় দল জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ করলেও গোল পেতে ব্যর্থ হন সুনীলরা। নির্ধারিত ৯০ মিনিটের শেষে খেলা শেষ হয় ০-০ ফলাফলে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর একটি অসাধারণ ভলি শট দক্ষতার সাথে বাঁচিয়ে দেন লেবানন গোলরক্ষক। এর কিছুক্ষণ পরেই উদান্তার ক্রসে ৬ গজের বক্স থেকে গোল করতে ব্যর্থ হন সুনীল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষেও ফলাফল ০-০ থাকে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শেষেও ফলাফল ০-০ থাকে।
পেনাল্টি শুট আউটে ভারতীয় ফুটবলাররা গোল করতে ভোলেননি, তবে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত বাঁচিয়ে দেন লেবাননের একটি শট। এবং আরেকটি শট লেবাননের ফুটবলার বাইরে মারতেই ফাইনালে পৌঁছে গেল ভারত। ফাইনালে তারা মুখোমুখি হবে কুয়েতের।