মরশুম শেষেই জুভেন্টাস ছাড়ছেন জিয়ানলুইগি বুফন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের 'ভীষ্ম' জিয়ানলুইগি বুফন সিদ্ধান্ত নিয়ে নিলেন, চলতি মরশুম শেষে জুভেন্টাস ছাড়বেন। ৪৩ বছরের এই প্রবীন গোলকিপার সম্ভবত আগামী ১৯ মে কোপা ইটালিয়া ফাইনালে জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলবেন।
এই নিয়ে একটি সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই গোলকিপার বলেছেন, "আমার ভবিষ্যৎ পরিস্কার এবং নির্ধারিত। জুভের সাথে সুন্দর এবং অত্যন্ত দীর্ঘ এই অভিজ্ঞতার অবসান হবে এই বছরের শেষে। আমার মনে হয়েছে আমি জুভের জন্য সবকিছু দিয়ে দিয়েছি। আমি সবকিছু পেয়ে গিয়েছি আর এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। আমরা চক্রের শেষে পৌঁছেছি আর একজন বেরিয়ে যাওয়া এই সমস্যার সমাধান হবে।"
এদিকে চলতি মরশুমের জুভেন্টাসের পারফর্মেন্স ভালো ছিল না। চ্যাম্পিয়নস লিগে ছিটকে গিয়েছিল তারা। এছাড়া চলতি সিরি আতে পঞ্চম স্থানে রয়েছে জুভেন্টাস এবং আগামী মরশুমের চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের জন্য বেশ কঠিন পথ রয়েছে ওল্ড লেডির। যদিও কোপা ইটালিয়ার ফাইনালে উঠেছে জুভেন্টাস। কিন্তু জুভেন্টাসের এই পারফর্মেন্সে খুশি নন বুফন।
এই নিয়ে অভিজ্ঞ এই গোলকিপার বলেছেন, "আমরা ধারাবাহিকতার অভাব ভুগছিলাম। সব শেষে, শীর্ষ পাঁচ-ছয় ক্লাবের বিরুদ্ধে খেলেছিলাম, তাতে আমরা কম জিতেছিলাম। কয়েকটি ড্র করেছি এবং হেরেছি। কিন্তু সেগুলি হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। বরং, আমরা কমজোরি দলের বিরুদ্ধে পয়েন্ট হারিয়েছি। এর অর্থ হল দল হিসেবে আমাদের এখনও তৈরি হতে হবে।"
এবারের মরশুমে সেভাবে খেলার সুযোগ পাননি বুফন। কেবল ১২টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে কেবল সাত গোল খেয়েছেন। এছাড়া ছয় ম্যাচে ক্লিন শিট রয়েছে তার। কোপা ইটালিয়ার সেমিফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে দারুণ পারফর্ম করেছিলেন বুফন। এবার যেন কার্যত সেই বন্ধন ভেঙে ফেললেন এই প্রবীণ ফুটবলার।