ইউরো কাপে প্রথমবার জর্জিয়া, খেলবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে চলেছে ২০২৪ ইউরো কাপ। ইতিপূর্বে ২১ টি দেশ ইউরো কাপে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিল। মঙ্গলবার শেষ তিনটি দেশও নিশ্চিত করে নিল ইউরো কাপের টিকিট। এই তিন দেশ হল ইউক্রেন, জর্জিয়া এবং পোল্যান্ড।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন প্লে অফের ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নেয়। ৫৪ মিনিটে সমতা ফেরান ভিক্টর সিগানকভ। ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার মুদ্রিক। ইউরো কাপে ইউক্রেন গ্রুপ পর্যায় মুখোমুখি হবে বেলজিয়াম, রোমানিয়া এবং স্লোভাকিয়ার।
অন্যদিকে পোল্যান্ড ও জর্জিয়া প্লে অফে পেনাল্টি শুট আউটে ম্যাচ জিতে নেয়। প্রসঙ্গত প্রথমবার ইউরো কাপের যোগ্যতা অর্জন করল জর্জিয়া। ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিসের বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে ৪-২ ফলাফলে ম্যাচ জেতে জর্জিয়া। গ্রুপ পর্যায় পর্তুগাল, তুরস্ক এবং চেক প্রজাতন্ত্রর মুখোমুখি হবে জর্জিয়া।
অন্যদিকে ওয়েলসকে পেনাল্টি শুট আউটে ৫-৪ ফলাফলে পরাজিত করে ইউরো টিকিট নিশ্চিত করল লেওয়ানডেস্কির পোল্যান্ড। নেদারল্যান্ডস, ফ্রান্স এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্যায় খেলবে পোল্যান্ড।