বাবার পথই অনুসরণ করতে চলেছেন জুনিয়র রোনাল্ডিনহো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রোনাল্ডিনহো গাউচো! ব্রাজিলের জাদুকর, বার্সেলোনার কিংবদন্তী! এক সময় তাঁর পায়ে বল আসা মানে তাঁর সতীর্থরা জানতেন নিমেষে ৩ থেকে ৪ জন ফুটবলার কেটে যাবেন। তাঁর মতো বল কন্ট্রোল ফুটবল ইতিহাসে খুব কম ফুটবলারেরই ছিল / আছে। এবার তাঁর ফুটবল কেরিয়ারকেই অনুসরণ করতে চলেছেন তাঁর ছেলে জোয়াও মেন্ডেস।
১৭ বছর বয়সী মেন্ডেস শীঘ্রই বার্সেলোনা ক্লাবে যোগ দিতে চলেছেন। আর এই সংবাদ জানিয়েছেন স্বয়ং রোনাল্ডিনহো। আরেসি১ সংবাদ মাধ্যমকে রোনাল্ডিনহো বলেছেন, "আমি নিশ্চিত করে বলতে পারি যে বার্সেলোনা জোয়াওকে সই করাতে যলেছে, বার্সা আমার জীবন এবং হৃদয়ের সর্বক্ষণের সঙ্গী ছিল এবং থাকবে । এবং এটি আমার ছেলের সাথেও বহন হবে।"
এর সাথে রোনাল্ডিনহো বলেছেন, "বার্সেলোনা আমার জীবনের একটি অংশ, আমি যেখানেই যাই বার্সেলোনাকে নিয়ে যাই। বার্সেলোনায় আমার ছেলের পদার্পন আমাকে বার্সায় আগের থেকেও আরও বেশি উপস্থিত রাখবে।"
বার্সেলোনায় রোনাল্ডিনহো ৫ বছর খেলে ৯৪ গোল এবং ৭০ টি অ্যাসিস্ট করেছিলেন। বার্সেলোনার হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা। রোনাল্ডিনহো ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ এবং কোপা আমেরিকা। এছাড়াও তিনি ২০০৫ সালের ব্যালন ডিওর এবং ২০০৪ ও ২০০৫ সালের ফিফা বেস্ট বিজয়ী ফুটবলার।
বাবার মতই ছেলে জোয়াও আক্রমণাত্মক ফুটবলার। তবে জোয়াও খেলেন সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। মূলত বাঁ পায়ের ফুটবলার জোয়াও ফরোয়ার্দ পজিশোন ছাড়াও রোনাল্ডিনহোর মতন অয়াটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন।
যদিও বার্সেলোনায় যোগ দেওয়া মেন্ডেসের জন্য খুব সহজ ছিলনা। বার্সা অ্যাকাডেমি লা মাসিয়ার ট্রায়ালে প্রথমে তিনি স্কাউটদের নজর কাড়তে ব্যর্থ হন। এরপর রোনাল্ডিনহো বার্সেলোনা বোর্ডকে তাঁর ছেলের জন্য আরও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করলে বার্সেলোনা বোর্ড জোয়াওর ট্রায়ালের সময় বাড়িয়ে দেন। এবং এর পরেই সকলের মন জিতে নেন জোয়াও এবং পেয়ে যান স্প্যানিশ ক্লাবের অফার।